স্টাফ রিপোর্টার:
: চাঁদপুরে রেলওয়ে পুলিশ অভিযান চালিয়ে ৩শ” পিচ ইয়াবাসহ বেল্লাল হোসেন(৩৫) নামক এক যুবককে আটক করেছে। মঙ্গলবার রাত ১০টা ২০ মিনিটে রেলওয়ে বড় স্টেশন ফ্লাট ফরমে একটি ব্যাগে তল্লাশী করে ৩শ” পিচ ইয়াবা আটক করে রেলওয়ে পুলিশ।
প্রত্যাক্ষদশীরা জানান,চট্রগ্রাম থেকে মেঘনা এক্রপ্রেস ট্রেনটি চাঁদপুর স্টেশনে থামলে রাত অনুমান ১০টা ২০মিনিটের সময় রেলওয়ে থানার অফিসার্স ইনচার্জ উছমান গনি পাঠানের নিদ্দের্শে থানার এ এস আই রবিউলসঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে পটুয়াখালী জেলার সদর উপজেলার শংকরপুর গ্রামের মৃত আকাব্বর খানের ছেলে বেল্লাল হোসেনের শরীর তল্লাশী করে ৩শ”পিচ ইয়াবা উদ্বার করে। সে ইয়াবা গুলো নিয়ে পটুয়াখালী যাওয়া উদ্দের্শে চাঁদপুরে আসে বলে জানায়। রেলওয়ে থানার অফিসার্স ইনচার্জ উছমান গনি পাঠান জানান,গোপন সংবাদের ভিতিতে খবর পেয়ে তাকে আটকের ব্যবস্থা করেছি। এব্যাপারে লেওয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।