স্টাফ রিপোর্টার ॥ চাঁদপুরে রেলওয়ের অবৈধ স্থাপনার মাপঝোপ ও তালিকা করতে গেলে দখলদাররা রেলওয়ের কর্মকর্তাদের বাঁধা দিয়েছে। গতকাল বুধবার দুপুর ২টায় রেলওয়ের কানুনগো মোঃ আবু ছায়িদ পাটওয়ারী নেতেৃত্বে রেলওয়ের কর্মকর্তারা গুয়াখোলা কলোনি রেলওয়ের পুকুর মাপঝোপ ও তালিকা করতে গেলে সন্ত্রসীরা তাদের লাঞ্চিত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, চাঁদপুরে রেলওয়ের সম্পত্তি দখল করে ভূমিদস্যুরা অবৈধ স্থাপনা করে দির্ঘদিন যাবত ভোগ করে আসছে। তারা রেলওয়ের পুকুর ভরাটের পর পাকা ঘর নির্মান করে সেখানে ভাড়া দিয়ে ও বিক্রী করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। রেলওয়ের সম্পত্তি লীজ না নিয়ে ভূয়া কৃষি লিজের কাগজ দেখিয়ে তারা মানুষের চোখে ধুলো দিয়ে দখল করে নিচ্ছে। বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা রেলওয়ের বেদখল সম্পত্তি দখল মূক্ত ও দখলদারদের তালিকা করার নির্দেশ দেয়। কানুনগো মোঃ আবু ছায়িদ পাটওয়ারী নেতেৃত্বে রেলওয়ের কর্মকর্তারা রেলওয়ে হাসপাতালের পূর্ব দিকে রেল লাইনের উত্তর পার্শে গুয়াখোলা কলোনী পাকা রাস্তার পশ্চিম দিকে রেলওয়ের পুকুর ও স্থাপনা মাপঝোপ ও তালিকা করার জন্য যায়। এসময় অবৈধ দখলদার সহ একদল সন্ত্রাসীরা রেলওয়ের কর্মকর্তাদের শাররীক লাঞ্চীত করে। সন্ত্রাসীরা দেশিয় অস্ত্র নিয়ে রেলওয়ের কর্মকর্তাদের ধাওয় করে।
কানুনগো মোঃ আবু ছায়িদ পাটওয়ারী জানায়, বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা নির্দেশে রেলওয়ের পুকুর ও স্থাপনা মাপঝোপ ও তালিকা করার সময় অবৈধ দখলদার বাঁধা দেয়। পরে তার আমাদের লাঞ্চীত করে ও হত্যার হুমকি দেয়। তাদের বিরুদ্ধে রেলওয়ের পক্ষ থেকে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।