স্টাফ রিপোর্টার: ॥চাঁদপুর রেলওয়ে পুলিশ কর্তৃক ২শ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ১ মাদক বিক্রেতাকে আটক করেছে।গতকাল রবিবার রাত সাড়ে ১০টায় রেলওয়ে থানার অফিসার ইনচার্জ উছমান গনি পাঠানের নির্দেশে উপ-পরিদশক রহিমা আক্তার,মো: সহিদুল্লাহ সংগীয় ফোর্সসহ অভিযান চালিয়ে আবু তাহের (৪০) কে আটক করে। তার দেহ তল্লাশী করে ২শ পিচ ইয়াব উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানাগেছে,চাঁদপুর-চট্টগ্রামে মধ্যে চলাচল কারী আন্তঃনগর মেঘনা এক্্রপ্রেস যোগে যাত্রী বেশে আবু তাহের চাঁদপুর ষ্টেশনে এসে নেমে যাচিছল। এ সময় পুলিশের সন্দেহ হলে তাকে আটক করা হয়।সে চট্টগ্রাম কর্নফুলী উপজেলার শিকল বাছা শান্তির হাট গ্রামের মূত জাফর আহমেদের ছেলে।তাহের জানান, ইয়াবা গুলো চট্টগ্রাম থেকে বহন করে হাজীগঞ্জ পোছে দেওয়ার কথা হয়। পুলিশের নজর দারীর কারনে হাজীগঞ্জ নামতে পারেনি। অবশেষে চাঁদপুর এসে আটক হয়।
এ ব্যাপারে মাদক আইনে চাঁদপুর রেলওয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং২/২৮/২/১৬ইং।সোমবার তাহেরকে আদালতে প্রেরন করা হলে আদালত তাকে জেলা কারাগারে পাঠিয়ে দেয়।