মিজান লিটন ॥
ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে পানি বেড়ে চাঁদপুরের হরিনা ফেরি ঘাট সহ আশেপাশের স্থাপনা ভাঙ্গন দেখা দিয়েছে। গত শুক্রবার সন্ধ্যার পর মৌসুমী ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে পানি বেড়ে হরিনা ফেরি ঘাটটির আশেপাশে ব্যাপক ভাঙ্গনের সৃষ্টি হয়। ভাঙ্গনের কারনে ফেরী চলাচল বন্ধ। শত শত যানবাহনসহ ৭-৮শ’ যাত্রী আটকা পড়েছে। গত শনিবার চাঁদপুরের সুযোগ্য জেলা প্রশাসক আঃ সবুর মন্ডল উপজেলা নির্বাহী কর্মকর্তা বন্দর ও পরিবহন কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান পানি উন্নয়ন বোর্ডের এসি বিআই ডাব্লিউ টি এ নির্বাহী সহকারী প্রকৌশলী ফয়েজ আহমেদ সহ বিভিন্ন মহলের কর্মকর্তাগণ ভাঙ্গনস্থল পরিদর্শন করেছেন। জেলা প্রশাসকের নির্দেশে ভাঙ্গনস্থল মেরামতের কাজ চলছে। এ কাজের তদারকি করেছেন বিআই ডাব্লিউ টি কর্মকর্তাগণ। যাত্রীদের কথা বিবেচনা করে অচিরেই ফেরী চলাচল স্বাভাবিক করার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, আটকে পড়া যাত্রীদের অনেকেই কান্নাকাটি করছে। এদের মধ্যে বয়স্ক, অসুস্থ ও ছোট ছোট বাচ্চাও রয়েছে। সাদ্দাম হোসেন নামে এক যাত্রী জানায়, শুক্রবার রাতে তাহার পুরো পরিবার সহ বাসের মধ্যেই রাত কাটিয়েছেন। বিদ্যুৎ বিহীন বিআইডাব্লিউ টি এর পার্কিং ইয়ার্ডে যাত্রীবাহী ৬/৭টি বাসের মধ্যে সবকটি বাসেই যাত্রীরা রাত কাটিয়েছে। ডাকাত ও ছিনতাই ভয়ে যাত্রী ঘুমাতে পারেনি। নব-নির্বাচিত হানারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ছাত্তার রাঢ়িকে ঘটনাস্থল পরিদর্শন করতে দেখা গেছে। তার দাবী দ্রুত সম্ভব বিআইডাব্লিউটিএ এর ব্যবস্থাপনায় পার্কিং ইয়ার্ডের মধ্যে একটি জেনারেটর ব্যবস্থা করিলে যাত্রীরা অন্ধকার থেকে রক্ষা পাবে। পাশাপাশি চুরি-ছিনতাইও রোধ পাবে।
শিরোনাম:
শনিবার , ১৪ ডিসেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ৩০ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।