রফিকুল ইসলাম বাবু । অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চাঁদপুরে র্যাব-১১ এর একটি দল মহড়া দিয়েছে। ২৪ ঘন্টার জন্য বিশেষ টহল পরিচালনা কার্যক্রম শুরু করে কুমিল্লা জোনে থাকা র্যাব-১১।
শনিবার দিনব্যাপী চাঁদপুর শহরের বিভিন্ন দর্শনীয় স্থান, পার্ক, শপিং মল, রেস্টুরেন্ট ও বিভিন্ন উপজেলায় মহড়া ও গোয়েন্দা নজরদারী বৃদ্ধিসহ বাড়ানো হয়। ভবিষ্যতে নিরাপত্তা নিশ্চিতকরণে র্যাব এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।
র্যাব-১১ জানায়, হত্যা, ধর্ষণ, ডাকাতি, ছিনতাইসহ অন্যান্য অপরাধের মাত্রা তুলনামূলক বেড়ে যাওয়ায় জনসাধারণের নির্বিঘ্ন চলাচল ও সার্বিক নিরাপত্তা বজায় রাখার জন্য র্যাব এর এই বিশেষ কার্যক্রম। যেকোন প্রকার নাশকতা বা হামলা মোকাবেলায় র্যাব-১১ কুমিল্লা তৎপর রয়েছে।