চাঁদপুর: জামায়াত-শিবিরের ডাকা টানা চতুর্থ দিনের হরতালে চাঁদপুরের বিভিন্ন স্থান থেকে পিকেটিংয়ের প্রস্তুতিকালে শিবিরের চার কর্মীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার ভোরে চাঁদপুরের কচুয়া, শাহরাস্তি, মতলব দক্ষিণ ও হাইমচর থেকে তাদের আটক করা হয়।
সকাল ১১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত হরতালের সমর্থনে কোনো মিছিল, মিটিং কিংবা পিকেটিং করতে দেখা যায় নি।
এমনকি চাঁদপুরের কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনাও ঘটেনি।
এছাড়া জনজীবনে হরতালের কোনো প্রভাব পড়েনি। দূরপাল্লার যাত্রীবাহী বাস ছাড়া ছোট বড় সব ধরনের যান চলাচল করছে। শহরের দোকানপাট ও শপিং মল খোলা রয়েছে।
চাঁদপুরের পুলিশ সুপার মো. আমির জাফর জানান, হরতালে নাশকতা এড়াতে পুলিশ সর্তক অবস্থায় রয়েছে।