রফিকুল ইসলাম বাবু ॥
চাঁদপুর শহরের ১২ নং ওয়ার্ডে বঙ্গবন্ধু সড়কের মিজি বাড়ীর দর্জীঘাট উত্তর গুনরাজদি প্রাথমিক বিদ্যালয়ের শিশূ শ্রেণীর ছাত্রীকে ধর্ষন চেস্টা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। চাঁদপুর বঙ্গবন্ধু সড়কের মিজি বাড়ীর জাহাঙ্গীর মিজির ছেলে শাকিব মিজি এ ধর্ষনের ঘটনা ঘটিয়েছে বলে শিশুটির মা অভিযোগ করেন।
অভিযোগের আলোকে জানাযায়, সোমবার বিকাল ৪টায় খেলার মাঠ থেকে শিশুটি বাড়ি ফিরার সময় তাকে শাকিব মিজি ফুসলিয়ে বঙ্গবন্ধু সড়কের মিজি এলাকার ফরিদের পরিত্যাক্ত বাসায় নিয়ে যায়। এ সময় জোরপুর্বক শিশূটিকে জাহাঙ্গীর মিজির ছেলে শাকিব মিজি ধর্ষন চেস্টা করে।তার চিতকারে এলাকাবাসি া শিশূটিকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এনে চিকিতসা করায় । এরপর রাতে এ বিষয়টি চাঁদপুর মডেল থানায় অবহিত করলে মডেল থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ তাৎক্ষনিক অভিযোগ পেয়ে ধর্ষক শাকিব মিজিক আটক করার জন্য পুলিশ সদস্যদের ঘটনাস্থলে পাঠান। এদিকে স্থানীয় এলাকাবাসি অনেকে শাকিব মিজি সম্পর্কে জানায় ইতিপুর্বে তার বিরুদ্ধে অনেক অন্যায় অপকর্মের অভিযোগ রয়েছে। সে তার ইচ্ছে মতো এলাকায় নানা ধরনের অপরাধ করে যাচ্ছে । শিশুটির পিতা ধর্ষকের উপর্যুক্ত শাস্তির দাবীতে জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করছেন। এ ন্যাক্কারজনক ঘটনায় এলাকাবাসি ধর্ষক শাকিব মিজির শাস্তি দাবী জানিয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত শাকিব মিজির বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানাযায়।