প্রতিনিধি
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সুবিধপুর শীলবাড়ির মরণ শীলের পরিবারের ওপর নির্যাতন ও তাদের ফসলী জমি দখল করে নিয়েছে এলাকার প্রভাবশালী একটি মহল। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।
এ ব্যাপারে পরিবারটির পক্ষ থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা করা হয়েছে।
মরণ চন্দ্র শীল পরিবর্তনকে জানান, তার একটি জমির ফসলি পার্শ্ববর্তী বাড়ির মো. শাহ্ আলম ও তার লোকজন মই দিয়ে গুঁড়িয়ে দেয়। এ সময় তাদের বাধা দিলে লাঠিসোটা দিয়ে মারধর করে। শাহ আলম নিজে মরণ চন্দ্র শীলের স্ত্রীকে মারতে আসলে এলাকাবাসীর সহযোগিতায় রক্ষা পান।
জানা যায়, মরণ চন্দ্র শীল সংখ্যালঘু হওয়ায় তাদের ওপর অত্যাচার আর নির্যাতনসহ বিভিন্ন প্রকার হুমকি-ধমকি প্রদর্শন করে আসছেন শাহ আলম। প্রতিনিয়তই এই পরিবারকে এলাকা থেকে বিতাড়িত করার হুমকিও দিচ্ছেন তিনি।
মরন চন্দ্র শীল বলেন, ”আমাদের ওপর নির্যাতন করায় এলাকার চেয়ারম্যান ও গণ্যমান্য ব্যাক্তিদের জানালেও কোনো প্রতিকার পাইনি। নিরুপায় হয়ে আদালতের দ্বারস্থ হয়েছি। বর্তমানে শাহ আলমসহ অন্যান্যরা আমাদেরকে মামলা তুলে নেয়ার হুমকি ধমকি দিচ্ছে। যেকোনো সময় আমাদের ওপর বড় ধরনের হামলার আশঙ্কা করছি।”
এ ব্যাপারে শাহ আলম জানায়, বহু বছর পূর্বে তিনি একই দাগের জায়গা ক্রয় করেছেন। কিন্তু এ ফসলী জমিটি তার ক্রয়কৃত কিনা জিজ্ঞাসা করলে তিনি এড়িয়ে যান।