চাঁদপুর : চাঁদপুর পৌরসভাধীন ১৫নং ওয়ার্ড মটখোলায় চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে সিএনজি স্কুটারের ধাক্কায় সোহাগ খান (২৪) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়। গত শনিবার দিবাগত রাত সাড়ে ৮টায় মাজার সংলগ্ন বাদল এন্টারপ্রাইজ দোকানের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বাবুরহাট থেকে যাত্রী নিয়ে সিএনজি স্কুটারটি দ্রুত গতিতে ঘটনার স্থলে আসলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা পাশে থাকা পথচারী সোহাগকে ধাক্কা দেয়। ঘটনার স্থলে সোহাগের বাম পা ভেঙ্গে গিয়ে গুরুতর রক্তাক্ত জখম হয়। সিএনজি স্কুটারটি রাস্তার পাশে পড়ে গিয়ে সিএনজি’র সামনের গ্লাস ভেঙ্গে গিয়ে ভিতরে থাকা যাত্রী ও চালক আহত হয়। আহত অবস্থায় স্থানীয়রা সোহাগকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। কতব্যরত ডাক্তার জানায় বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক। এদিকে সিএনজি চালক জানায়, রাস্তার মাঝ খানে কৃষকরা ভিজা খর-খুটা শুকাতে দেওয়ায় বৃষ্টির পানিতে সে গুলো পচে যাওয়ার কারণে সিএনজিটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। আহত সোহাগ ট্রাকরোড বটতলা এলাকার হারিজ খানের ছেলে।
শিরোনাম:
শনিবার , ২৬ এপ্রিল, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১৩ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।