স্টাফ রিপোর্টার: ॥
চাঁদপুর পৌরসভার ৮ নং ওয়ার্ড কাউন্সিলর মো. নাছির চোকদার সন্ত্রাসী হামলার শিকার হয়ে আহত হয়েছেন। শনিবার দুপুরে জেলা শহরের কালীবাড়ী মোড়ে এই হামলার শিকার হন। মারাত্মক আহত অবস্থায় তাকে চাঁদপুর সদর হাসপাতালে এনে চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় গুয়াখোলার জয়দোল চোকদারের ছেলে রাজু চোকদার(৩০)কে আটক করে পুলিশ চাঁদপুর মডেল থানায় নিয়ে আসে।
স্থানীয় বাসিন্দারা জানায়, দীর্ঘদিন ধরে নাছির চোকদার ও জয়দোল চোকদার গংদের সাথে বিরোধ চলছে। তারা একই গোত্রের। লেনদেনের জের ধরে এই ঘটনা ঘটেছে।
আহত কাউন্সিলর নাছির চোকদার চিকিৎসাধীন অবস্থায় জানান, তাঁর ওয়ার্ডের জয়দোল চোকদার গংরা একটি লেনদেনের বিষয় নিয়ে পরিকল্পিতভাবে এই হামলার চালায়। তিনি দাবী করে বলেন, জয়দোল চোকদার গংদের কাছ থেকে সাড়ে তিন লাখ টাকা পাওনা রয়েছি। ওই টাকা চাইতে গিয়ে পরিকল্পিত জয়দোল চোকদার ছেলে রাজু দলবল নিয়ে হামলা করে আহত করে।
এদিকে জয়দোল চোকদার গংদের সাথে যোগযোগ করে বক্তব্য নেয়া সম্ভব হয়নি। এই ঘটনায় কাউন্সিলর নাছির চোকদার বাদী হয়ে চাঁদপুর মডেল থানায় অভিযোগ দায়ের করে।