শাহরিয়ার খাঁন কৌশিক ॥
চাঁদপুর শহরের উত্তর গুনরাজদিতে সন্ত্রাসী হামলায় দেশীয় অস্ত্র দিয়ে কুৃপিয়ে মহিলাসহ ৩ জনকে আহত করার ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুর ২ টায় উত্তর গুনরাজদি হাওলাদার বাড়িতে হামলা চালিয়ে ঘরবাড়ি ভাংচুর করে নগদ টাকা ও স্বর্ন-অলংকার লুটপাট করার খবর পাওয়া গেছে। এই ঘটনায় ৫ জনকে আসামি করে চাঁদপুর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
ঘটনার বিবরনে জানা যায়, উত্তর গুনরাজদি পাওয়ার হাউজের পাশে হাওলাদার বাড়ির মৃত নূরুল ইসলামের মাত্র আধা শতক জায়গা দখল নিয়ে পাশের মৃত মুকবুল হোসেনের ছেলে আমিন হাওলাদার গংদের সাথে বিরোধ চলে আসছিলো। ঘটনার দিন দুপুরে আমিন হাওলাদার, শাহআলমের ছেলে শাহাদাত হোসেন,রনি, পেয়ারা বেগম সহ বেশ কয়েকজন সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে পূর্ব পরিকল্পিত ভাবে নূরুল ইসলামের ছেলে শাহিন হাওলাদারের ঘরে হামলা চালায়। এ সময় তারা দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে শাহিন হাওলাদার(২৫),মা হালিমা বেগম(৬০),পাখি বেগম(২৫)কে কুপিয়ে জখম করে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে এনে ভর্তি করানো হয়েছে।
এ ব্যাপারে আহত শাহিন হাওলাদার জানায়, হামলাকারি আমিন হাওলাদার গংরা আমাদের বাড়ির থেকে উচ্ছেদ করতে আধা শতাংশ জায়গা দখল করতে চেষ্টা চালায়। এসময় তাদের বাঁধা দিলে ঘরবাড়িতে হামলা চালিয়ে নগদ টাকা ও স্বর্ন-অলংকারসহ ৮০ হাজার টাকার মালামাল লুটপাট করে। থানায় তাদের বিরুদ্ধে মামলা করায় মিলন রানি হত্যা হামলার আসামি আমিন হাওলাদার আমাদের মেরে ফেলার হুমকি দেয়।