চাঁদপুর: হাইকোর্টের ৬মাসের স্থিতাবস্থা অমান্য করে সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের মহামায়া মসজিদের সামনে সরকারি পুকুর ভরাট করে চলছে ক্ষমতাসীন দলের একটি সংঘবদ্ধ চক্র। এ ঘটনায় (৫ সেপ্টেম্বর) বৃহস্পতিবার সকালে এলাকাবাসীর পক্ষে মসজিদের মুসল্লী মোঃ আলফু গাজী ঘটনার বিবরণ উল্লেখ করে চাঁদপুর জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা সহকারী কমিশনার ভূমি, চাঁদপুর মডেল থানা অফিসার ইনচার্জ, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে উল্লেখ্য করা হয়, মহামায়া বাজার সরকারী ১নং খাস খতিয়ান ভুক্ত ৮৫৬নং ও ৮৫৮নং দাগের ৪৪ শতাংশ ভূমি বিবাদীগণ মহামান্য সুপ্রীম কোর্ট অব বাংলাদেশের মহামান্য হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি কাজী রেজাউল হক এবং মাননীয় বিচারপতি এবিএম আলতাফ হোসাইন রীট পিটিশন নং-৫২৫০/১৩, তারিখ: ২৩ জুলাই ২০১৩ইং মূলে নালিশী পুুকুর ভূমিতে প্রদত্ত স্থিতাবস্থার আদেশ অমান্য করিয়া মহামায় বাজারস্থ উল্লেখিত পুকুরটি ভরাট করে বে-আইনিভাবে ইমারত নির্মাণ করার উদ্দেশ্যে ট্রাক্টরযোগে বালু এনে ভরাট করে চলছে। হাইকোর্টের আদেশ সরকারি সংশ্লিষ্ট বিভাগসহ বিবাদী কামাল হোসাইন লালু ও সোহাগ পাটওয়ারীর কাছেও প্রেরণ করে।
সরেজমিন শুক্রবার গিয়ে দেখা যায়, মসজিদের পুকুরটি পশ্চিম দিক থেকে ট্রাক্টর দিয়ে বালু ভরাট করছে শ্রমিকরা। ট্রাক্টর চালকের সাথে আলাপ করে জানা গেছে বৃহস্পতিবার ভোর থেকে বালু ভরাট চলছে। পুরো পুকুর ভরাট হওয়া পর্যন্ত বালু ভরাট চলবে।
মসজিদের দক্ষিণ পাশে রয়েছে পরিবেশ অধিদপ্তরের সরকারি জলাশয় কিংবা পুকুর ভরাট না করার নির্দেশাবলীসহ একটি ডিজিটাল সাইনবোর্ড। কিন্তু ভরাটকারী সংঘবদ্ধ চক্রটি কোন নিয়মনীতি তোয়াক্কা না করে সাইনবোর্ডের উপর দিয়েই ট্রাক্টর নিয়ে বালু ভরাট করছে।
এ ব্যাপারে তাৎক্ষনিক চাঁদপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আরিফিন বাদলের সাথে মোবাইলে কথা হলে, তিনি বলেন বিষয়টি আমার জানা নেই। তবে আমি এখন জানতে পেরেছি, আমার বিভাগীয় উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানাবো।
মসজিদের মুসল্লী মোঃ আলফু গাজী জানায়, উল্লেখিত সংঘবদ্ধ চক্রটি বহুদিন যাবত পুকুর ভরাটে চেষ্টা চালিয়ে আসছে এবং ভরাট করার জন্য ড্রেজার, পাইপ সংযোগও করে। মসজিদের মুসল্লীর পক্ষে মোঃ খোরশেদ আলম পিতা মৃত সিরাজ মিয়া, সাং-লোধের গাঁও, পোঃ মহামায়া বাজার, উপজেলা ও জেলা চাঁদপুর বাদী হয়ে গত ২৮জুলাই ২০১২ ফৌজদারী কার্যবিধি ১৪৫ধারায় ৭জনের বিরুদ্ধে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মোকদ্দমা দায়ের করেন। মোকদ্দমা নং-১১৩১/১২।
মসজিদের মুসল্লীগণ ও এলাকাবাসীর দাবি চাঁদপুর জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট বিভাগ জনস্বার্থে মসজিদের সামনের সরকারি খাস পুকুরটি সংঘবদ্ধ চক্রের ভরাটের হাত থেকে রক্ষা করতে দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন।