রফিকুল ইসলাম বাবু॥
চাঁদপুরে সরকারি মহিলা কলেজে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা-২০১৬ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১১টায় সকাল ২দিনব্যাপী মেলার উদ্বোধন করেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এমপি। এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো: লুৎফর রহমান এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর সরাকরি কলেজের অধ্যক্ষ ড. এ এস এম দেলওয়ার হোসেন , চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মতিন মিয়া, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি বিএম হান্নান, সাধারণ সম্পাদক সোহেল রুশদী, মাতৃপীঠ সরকারি বালিকা বিদ্যালায়ের প্রদান শিক্ষক উত্তম কুমার সাহা। মেলা উদ্বোধন শেষে অতিথিরা স্টল পরিদর্শন করেন। মেলায় প্রতিটি উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান থেকে শতাধিক স্টলে শিক্ষার্থীরা বিজ্ঞান ভিত্তিক বিভিন্ন প্রজেক্ট প্রদর্শণ করেন।