প্রতিনিধি ॥
চাঁদপুরে সিনিয়র ও জেলা দায়রা জজ মো. মফিজুল ইসলাম, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের জেলা জজ রমনী রঞ্জন চাকমা এবং সিনিয়র সহকারী জজ আবু সালেম মোহাম্মদ নোমানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা আইনজীবী সমিতির আয়োজনে এ সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. সেলিম আকবর।
সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. জসিম উদ্দিন ভূইয়া মিঠুর পরিচালনায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা দায়রা জজ মো. মামুনুর রশীদ, চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আতোয়ার রহমান, সিনিয়র সহকারী জজ আবু সালেহ মো. নোমান, পিপি অ্যাড. আমান উল্যাহ, জিপি অ্যাড. রুহুল আমিন সরকার, সমিতির সাবেক সভাপতি আলহাজ¦ অ্যাড. ইকবাল বিন বাশার, অ্যাড. জহিরুল ইসলাম, অ্যাড. কামরুল ইসলাম, অ্যাড. আহসান হাবীব, সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. জহির উদ্দিন বাবার, আলহাজ¦ অ্যাড. মোবারক হোসেন, অ্যাড. লতিফ শেখ প্রমখ।
উপস্থিত ছিলেন চাঁদপুর জজ শীপের কর্মরত জজ সহ আইনজীবীগণ।