চাঁদপুর প্রতিনিধি :
অবরোধকারীদের ঢিলে এক পুলিশ কর্মকর্তা আহত হয়েছে। বিরোধী জোটের টানা ৭২ ঘণ্টা অবরোধের প্রথম দিন শনিবার সকাল ৭টার দিকে শহরের মঠখোলা এলাকায় এ ঘটনা ঘটেছে।আহত এসআই মো. রফিকুল ইসলামকে (৫৫) চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসআই চাঁদপুর পুলিশ লাইনে কর্মরত ছিলেন বলে জানা গেছে।আহত রফিকুল জানান, পুলিশের গাড়িতে বসে ছিলেন তিনি। এ সময় গাড়ি লক্ষ্য করে ইট ছোড়ে। এতে গাড়ির সামনের কাঁচ ভেঙে যায় এবং তিনি আহত হন।চাঁদপুর পুলিশ সুপার মো. আমির জাফর জানান, নির্দলীয় সরকারের দাবিতে ৭১ ঘণ্টা অবরোধের পর শনিবার সকাল থেকে একই কর্মসূচি পালন করছে ১৮ দল। এ সময় ১৮ দল নেতাকর্মীদের ছোড়া ইটে রফিকুল মুখে ও চোখে আঘাত পান।এদিকে সকাল পৌনে ৯টার দিকে শহরের মিশন রোড এলাকায় রেললাইনে আগুন দেয় অবরোধকারীরা। পরে পুলিশ এসে আগুন নিভিয়ে ফেলে।এ ঘটনায় নাশকতার চেষ্টা চালানোর সময় শহরের বিভিন্ন স্থান থেকে তিনজনকে আটক করা হয়েছে বলে জানান পুলিশ সুপার।
শিরোনাম:
সোমবার , ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৫ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।