অভিজিত রায় ॥
চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের শাহরাস্তি উপজেলার মেহের রেলস্টেশন এলাকায় আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে উম্মে তাহমিমা (৩৬) নামের এক কলেজ শিক্ষিকা নিহত হযয়েছেন। দুর্ঘটনায় আরও চারজন আহত হন। নিহত তামিমা চাঁদপুর জেলা শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক একে এম শাখাওয়াত ভূঁইয়ার বড় মেয়ে। নিহতের স্বামী মোঃ শাহনেওয়াজ বরিশাল জেলার হিজরা ডিগ্রী কলেজে অধ্যাপাক হিসেবে কর্মরত আছেন। তাদেরর দুই সন্তান ছেলে তরঙ্গ চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীতে ও মেয়ে তানিমা আল-আমিনএকাডেমীতে চতুর্থ শ্রেণীতে পড়ে।
নিহত উম্মে তাহমিমা শাহরাস্তি সূচিপাড়া ডিগ্রি কলেজের বাংলা বিভাগের জেষ্ঠ্য প্রভাষক। তাঁর বাড়ি চাঁদপুর শহরের ছৈয়াল বাড়ি রোডে। প্রাথমিকভাবে নিহত উম্মে তাহমিমার নাম তানিয়া বেগম বলে জানা গিযয়েছিল। আহত ব্যক্তিদের শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হযয়েছে। চিকিৎসক আবদুল বাকের জানান, তাঁরা আশঙ্কামুক্ত।
এদিকে তাহমিমার মৃত্যুর খবর শুনে চাঁদপুরের নিহতের বাবার বাড়িতে শোকের ছায়া নেমে আসে। খবরটি কেউ মেনে নিতে পারিেছলে না। খবর শহরে ছড়িয়ে পড়লে আত্মীয় স্বজন ও বিভিন্ন কলেজের শিক্ষকারা ছৈয়াল বাড়ি রোডের বাসায় আসতে থাকেন। মায়ের মৃত্যুর খবরে ছেলে তরঙ্গ ও মেয়ে তানিমা কান্নয় ভেঙ্গে পড়ে। তাদের সান্তনা দিতে পরিবারের লোকজন চেষ্টা করে।
শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হকের ভাষ্য, সিএনজিটি চাঁদপুর থেকে শাহরাস্তি দিকে আসছিল। মেহের রেলস্টেশন এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে অটোরিকশাটি অতিক্রম করার চেষ্টা করে। এ সময় সংঘর্ষে অটোরিকশাটি ট্রাকের নিচে চলে যায়। তিনি আরও জানান, ট্রাকের চালক পালিয়ে গেছেন। ট্রাকটি আটক করা হয়েছে।
শিরোনাম:
শনিবার , ২৬ এপ্রিল, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১৩ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
চাঁদপুর নিউজ সংবাদ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।