শাহরিয়ার খাঁন কৌশিক ॥
চাঁদপুর সদর উপজেলার বাগাদী এলাকায় সিএনজি চালিত অটোরিকশা ও অটোবাইকের মুখোমুখি সংঘর্ষে মমতাজ উদ্দিন ভুঁইয়া (৭০) নামে মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। একই সময় অটোরিকশ থাকা সেলিনা বেগম (৪০) ও তার ছেলে অনিক মিজি (১৭) গুরুতর আহত হয়েছেন।
শনিবার (২ এপ্রিল) সন্ধ্যা ৭টায় চাঁদপুর-রায়পুর সড়কের বাগাদী আউয়াল মাষ্টারের মার্কেটের সামনে এই দূর্ঘটনা ঘটে।
মমতাজ উদ্দিন জেলার ফরিদগঞ্জ উপজেলার রামপুর বাজার এলাকার লাড়–য়া গ্রামের মৃত বশির উল্যাহ ভুঁইয়ার ছেলে। তিনি রামপুর বাজারের ওয়াকর্শপ ব্যবসায়ী এবং উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাহিত্য ও ক্রীড়া বিষয়ক সম্পাদক।
আহত মমতাজ বেগম ও অনিক মিজি সদর উপজেলার তরপুরচন্ডী গ্রামের বাবুল মিজি স্ত্রী ও ছেলে।
প্রত্যক্ষদর্শী রহমান গাজী ও ইলিয়াছ হোসেন বলেন, অটোবাইকটি চাঁদপুর শহর থেকে বাগাদী এলাকার দিকে যাচ্ছিল একই সময় বিপরীত দিক থেকে সিএনজি চালিত অটোরিকশাটি আসছিলো। ঘটনাস্থলে এসে দ্রুতগামী সিএনজিটি অটোবাইকের মুখোমুখি হয়ে সিটকে রাস্তার পাশে পড়ে যায়। এ সময় মমতাজ উদ্দিনের মাথায় মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়ে রক্তক্ষরণ হতে থাকে। পরে স্থানীয় লোকজন তাকে এবং অপর আহত দু’জনকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যায়। রাত সাড়ে ৮টায় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মমতাজ উদ্দিনকে মৃত বলে ঘোষনা করেন। আহতদের চিকিৎসা চলছে।
নিহত মমতাজ উদ্দিন ভুঁইয়া মুক্তিযোদ্ধা বিষয়টি নিশ্চিত করেন ফরিদগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার শহীদ উল্যাহ তপাদার।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ বলেন, ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দূর্ঘটনায় কবলিত অটোবাইক ও সিএনজি চালিত অটোরিকশা পুলিশ হেফাজতে রাখা হয়েছে। দুই বাহনের চালক ঘটনার পরপর পালিয়েছে। নিহতদের মরদেহ এখন পর্যন্ত হাসপাতালে রয়েছে। পরিবারের লোকজন থানায় এসেছে। তাদের সাথে কথা বলে পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।