শওকত আলী ॥
চাঁদপুরের মতলব উত্তরে স্কুল ছাত্র মিনহাজ প্রধান (১৬) কে হত্যার অপরাধে ৬ জনকে যাবজ্জীবন কারাদন্ড ও ১লাখ টাকা করে জরিমানা করেছেন আদালত। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১২টায় চাঁদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. মামুনুর রশিদ এই রায় প্রদান করেন।
কারাদন্ডপ্রাপ্ত আসামীরা হচ্ছেন: মতলব উত্তর উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের লামছরি গ্রামের সেলিম প্রধান (৩৫), হাশেম বেপারী (৪২), আলী এরশাদ (৭৩), মনোয়ারা বেগম (৪০), মতিন মিয়া (২৮), ও নান্নু (৪৬)। এদের মধ্যে আলী এরশাদ ছাড়া বাকী আসামীরা পলাতক রয়েছেন।
মামলার এজাহার সূত্রে জানাযায়, ২০০০ সালের ৬ জুন বিকাল আনুমানিক ৪টায় নিহত মিনহাজের পিতা ও মিনহাজ জসিম উদ্দিন নামের ব্যাক্তির বাড়ির সামনে পৈত্রিক সম্পত্তিতে কাজ করতে গেলে পূর্ব থেকে উৎপেতে থাকা আসামীরা মিনহাজকে দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে মারাত্মক জখম করে। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসারত অবস্থায় পরদিন ৭ জুন ভোর ৬টায় সে মৃত্যুবরণ করে।
এই ঘটনায় মিনহাজের পিতা ফজলুল হক প্রধান বাদী হয়ে আসামীদের বিরুদ্ধে মতলব উত্তর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা লুৎফর রহমান ২ বছর তদন্ত শেষে ২০০২ সালের ২৮ ফেব্রুয়ারী আদালতে আসামীদের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করেন। মামলাটি দীর্ঘ ১৫ বছর চলমান অবস্থায় ২৫ জনের স্বাক্ষ্য গ্রহন করেন।
রাষ্টপক্ষের আইনজীবী (অতিরিক্ত পিপি) মো. সাইয়্যেদুল ইসলাম বাবু জানান, আদালত স্বাক্ষ্য প্রমানের ভিত্তিতে আসামীদের বিরুদ্ধে ১৪৭/৪৪৭/৩২৩/৩০২/১৪৯/১০৯ধারায় দন্ডবিধি অনুযায়ী প্রত্যেককে যাবজ্জীবন কারাদন্ড এবং ১লাখ টাকা করে জরিমানা করেন। জরিমানার টাকা প্রত্যেক আসামীকে জেলা প্রশাসকের মাধ্যমে নিহত মিনহাজের পিতাকে পরিশোধ করতে হবে।
সরকার পক্ষের সহকারী আইনজীবী ছিলেন দেবাশীস কর মধু এবং আসামী পক্ষে আইনজীবী ছিলেন কাজী হাবিবুর রহমান ও পলাতক আসামীর পক্ষে স্টেট ডিফেন্স ল’ইয়ার ছিলেন চৌধুরী আবুল কালাম আজাদ।