ভুল চিকিৎসায় নবজাতক শিশুর মৃত্যু: পুলিশ মোতায়েন
চাঁদপুরে হাসপাতাল ভেলভিউতে ভুল ঔষধ ব্যবহারের প্রতিবাদ করায়-এক যুবকে রক্তাক্ত জখম : হাসপাতাল ভাংচুর
স্টাফ রিপোর্টার: ॥ চাঁদপুর শহরের ভেলভিউ হাসপাতালে সিজারের মাধ্যমে শিশু সন্তান জন্ম গ্রহন করার পর ভুল ঔষধ ব্যবহারের করা হয়। এ ভুল ঔষধ ব্যবহারের প্রতিবাদ করায় হাসপাতালে কর্মরত স্টাফরা রুগির অভিভাবক অজিউল্লা (জিন্না)কে দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে সমস্ত শরীর রক্তাক্ত জখম করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় স্থানীয় জনতা উত্তেজিত হয়ে ভেলভিউ হাসপাতালে হামলা ও ভাংচুর করেছে। শিশুর পিতা জিলানী জানান,ঢাকা নেওয়া পথে শিশুটির মৃত্যু হয়েছে।
খবর পেয়ে চাঁদপুর মডেল পুলিশ তাৎক্ষনিক ঘটনা স্থলে এসে পরিস্থিতি নিয়ন্ততে আনে। বর্তমানে অজিউল্লা গুরুত্বর আহত অবস্থায় চাঁদপুর সরকারী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। ঘটনাটি ঘটেছে,গতকাল শুক্রবার রাত প্রায় ৯টা দিকে ভেলভিউ হাসপাতের ভিতরে। ঘটনাটি ধামা চাপা দেওয়া জন্য রাজনৈতিক সরকার দলেরনেতারা ব্যাপক চেস্টা চালাচেছ। হাসপাতাল এলাকায় পুলিশ মোতায়েন রাখা হয়েছে।
প্রত্যাক্ষদর্শীরা ও আহত অজিউল্লার সাথে যোগাযোগ করে জানা যায়, সদর উপজেলার বিষ্ণনদী এলাকার জিলানী মজুমদারের স্ত্রী আসমা বেগম গতকাল শুক্রবার প্রসব ব্যাথার উঠলে তাকে ভেলভিউ হাসপাতালে ভর্তি করা হয়। বিকেল সাড়ে ৫টায় সিজারের মাধ্যমে একটি শিশু সন্তানের জন্ম হয়। তাৎক্ষনিক শিশুর অবস্থার অবনতি দেখে একটি ইনজেকশান আনার জন্য বলে রুগির সাথে থাকা অভিভাবক অজিউল্লা (জিন্না)কে। সে চাঁদপুর শহরের সকল দোকান খুজে ইনজেকশনটি না পেয়ে ডাক্তারকে জানান। তিনি ইনজেকশানের স্লিপটিতে ভুল লিখা হয়েছে বলে বলেন। কিছুক্ষন পর ওটিতে থাকা ব্রেদার শংকর একটি ইনজেকশান এনে দিলে ডা: ইনজেকশানটি শিশুর শরীরে পুশ করেন। এতে শিশুর অবস্থার আরো অবনতি ঘটে। রাত ৮টায় শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা রেফার করা হয়। পরক্ষনে রুগির অভিভাবক অজিউল্লা ওরফে জিন্না ডাক্তার কর্তৃক লিখা ইনজেকশানের সিøপটি ব্রেদার কামালের নিকট চাওয়া নিয়ে বাক বিতন্ডার সৃস্টি হয়। এক পর্যায়ে কর্তব্যরত ডাক্তারের ইন্ধনে হাসপাতালের স্টাফ কামাল,শংকরসহ ১০/১২জন স্টাফ এক যোগে অতর্কিত ভাবে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত ও বেদম পিটিয়ে অজিউল্লা জিন্নাকে রক্তাক্ত জখম করে বলে সে জানান।। এ খবর বিষ্ণনদী এলাকায় ছড়িয়ে পরলে অসংখ্য এলাকা বাসী উত্তেজিত হয়ে এসে রাত প্রায় ৯টায় ভেলভিউ হাসপাতালে হামলা চালায় এবং ভাংচুর করে। তাৎক্ষনিক খবর পেয়ে মডেল থানার পুলিশ ঘটনাস্থলে এসে ব্যাপক লাঠি চার্জ করে পরিস্থিতি নিয়ন্তনে আনে। পরে অজিউল্লা ওরফে জিন্নাকে চাঁদপুর সরকারী জেনারেল হাসপালে রাতেই ভর্তি করা হয়।
রাত সাড়ে ৯টায় খবর আসে নবজাতক শিশুটি ঢাকা নেওয়ার সময় পথিমধ্যে মারা গেছে। এ ব্যাপারে চাঁদপুর মডেল থাণায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।