স্টাফ রিপোর্টার::
চাঁদপুরের মেঘনা মোহনায় যাত্রীবাহী লঞ্চ থেকে ১০৫০ কেজি জাটকা জব্দ এবং জাটকা নিধনের অপরাধে ২ জেলেকে ১ বছর করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
শুক্রবার (২৫ মার্চ) বিকেলে কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ মুহাম্মদ সাদিদ ভ্রাম্যমান আদালত বসিয়ে জেলেদের এই কারাদন্ডাদেশ দেন।
কোস্টগার্ড চাঁদপুর স্টেশন অফিস থেকে জানায়, বৃহস্পতিবার (২৪ মার্চ) দিবাগত রাতে কোস্টগার্ড টহল সদস্যরা মেঘনা মোহনায় দক্ষিণাঞ্চল থেকে ছেড়ে আসা ঢাকাগামী এমভি টিপু-৪ ও এমভি মর্নিং সান লঞ্চে তল্লাশি চালায়। এ সময় এই দুই লঞ্চ থেকে ১০৫০ কেজি জাটকা জব্দ এবং মফিজ (২৬) ও বিল্লাল হোসেন (২৭) নামে জেলেকে আটক করা হয়।
কোস্টগার্ড চাঁদপুর স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এম. এনায়েত উল্যাহ বলেন, জব্দকৃত জাটকাগুলো মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে বিকেলে এতিমখানা ও গরীবদের মাঝে বিতরণ করা হয়েছে। যার আনুমানিক মূল্য সাড়ে ৩লাখ টাকা। সাজাপ্রাপ্ত দুই জেলেকে কারাগারে প্রেরণ করা হয়েছে।