শাহরিয়ার খাঁন কৌশিক ॥ চাঁদপুরে মেঘনায় জাটকা নিধন বিরোধী অভিযানে ১০ হাজার মিটার কারেন্ট জাল,১টি জেলে নৌকা, ২০ কেজি জাটকা সহ ৭ জেলেকে আটক করেছে নৌ-পুলিশ। ভ্রাম্যমান আদালত এদের সবাইকে ১বছরের কারাদন্ড প্রদান করেন। মঙ্গলবার রাত ৮ টায় নির্বাহী ম্যাজেষ্টেট লিটুচ লরেন্স চিরান নৌ-পুলিশ ফাড়িতে ভ্রাম্যমান আদালত বসিয়ে এই আদেশ দেন। মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর ২ টায় পর্যন্ত মেঘনা নদীতে নৌ পুলিশের ইনচার্জ শহিদুল ইসলামের নির্দেশে নৌ-পুলিশ অভিযান চালিয়ে ১০ হাজার মিটার কারেন্ট জাল,১টি জেলে নৌকা,২০ কেজি জাটকা ইলিশ সহ ৭ জেলেকে আটক করেছে । এসময় নৌ পুলিশের সাথে ছিলেন মৎস সম্প্রসারন কর্মকর্তা দেবচর বিশ্বাস।
জানা যায় মেঘনা পদ্মা নদীতে সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে দেদারছে কারেন্ট জাল দিয়ে জাটকা ইলিশ নিধন করছে। এ সংবাদের ভিত্তিতে নৌ পুলিশ নদীতে অভিযান চালিয়ে জাল ও জেলেদের আটক করে। এদের মধ্যে এদের মধ্যে সখিপুরের সৈয়দ মোল্লা (৫৫) , চেয়ারম্যান ষ্টেশনের ফজলু বেপারী (৩৫), জিয়া বহর (৩৮), হারুনুর রশীদ (২৮), মাদ্রাসা রোডের মানিক পেদা (৪০) ও জামাল (৪০) কে ১ বছরের কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত। এসময় জব্দকৃত অবৈধ কারেন্ট জাল চাঁদপুর লঞ্চঘাট এলাকায় পুড়িয়ে বিনষ্ট করে দেওয়া হয় ও জব্দকৃত মাছ গুলো শহরের এতিমখানায় বিলিয়ে দেওয়ার নির্দেশ দেয় নির্বাহী ম্যাজেষ্টেট ।
শিরোনাম:
শনিবার , ১৪ ডিসেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ৩০ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।