প্রতিনিধি=
কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ৫ম বারের মতো ৮৩ ঘন্টার দেশব্যাপী ১৮ দলীয় জোটের অবরোধ কর্মসূচির ২য় দিন গতকাল চাঁদপুর জেলা বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট শান্তিপূর্ণভাবে পালন করেছে।
সকাল ১১টায় জেলা বিএনপির কার্যালয় থেকে ১৮ দলীয় জোট চাঁদপুুর শহরে একটি বিক্ষোভ মিছিল করেছে। এর পূর্বে ভোর রাত থেকে অবরোধের সমর্থনকারীরা বিভিন্ন ওয়ার্ড থেকে অবরোধের সমর্থনে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জেলা বিএনপির কার্যালয়ে এসে জমায়েত হতে থাকে। অবরোধকারীরা চাঁদপুর শহরে পিকেটিংকালে যানবাহন ভাংচুর করে। সকাল থেকে জেলা বিএনপির কার্যালয়ে দলীয় নেতা-কর্মী ও ১৮ দলীয় জোটের শরীক জামায়াতে ইসলামী, ছাত্রশিবির এবং খেলাফত মজলিস নেতা-কর্মীরা জড়ো হয়। তারা দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বেশ কয়েকঘন্টা পিকেটিং করে। সকাল ১১টায় জেলা বিএনপির সহ-সভাপতি এস এম কামাল উদ্দিন চৌধুরী ও অ্যাডঃ সলিমুল্লা সেলিমের নেতৃত্বে ১৮ দলীয় জোটের কয়েকশতাধিক নেতা-কর্মীর সমন্বয়ে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি জেলা বিএনপির কার্যালয় থেকে বের হয়ে কালীবাড়ি মোড়, শহীদ মুক্তিযোদ্ধা সড়ক, হাজী মহসীন রোড ও নতুন বাজার হয়ে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
মিছিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক দেওয়ান মোঃ সফিকুজ্জামান, আক্তার হোসেন মাঝি, সহ-সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান গাজী, যুব বিষয়ক সম্পাদক ফেরদৌস আলম বাবু, জেলা যুবদল সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক আফজাল হোসেন, সহ-সভাপতি শাহনুর বেপারী শানু, সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন চান্দু, শহর যুবদলের আহ্বায়ক আব্দুল কাদের বেপারী, যুগ্ম আহ্বায়ক দ্বীন মোঃ জিল্লু, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, পৌর কাউন্সিলার বিএনপি নেতা আলী আহমেদ সরকার, জেলা জামায়াতের সেক্রেটারী বিল্লাল হোসেন মিয়াজী, সদর থানা জামায়াতের আমীর জাহাঙ্গীর আলম প্রধান, সেক্রেটারী অধ্যপক আরিফুল্লা, শহর জামায়াতের আমীর অ্যাডঃ শাহজাহান মিয়া, খেলাফত মজলিসের সেক্রেটারী জুনায়েদ হাসান মোখতার, শহর ছাত্রশিবিরের সভাপতি মোস্তফা কাউছার, সেক্রেটারী ইসমাইল হোসেনসহ অন্যান্যরা। অবরোধের ২য়দিন জেলা বিএনপির কার্যালয়ের সামনে ছাত্রদল ও ছাত্রশিবিরের বেশ কিছু কর্মী যাত্রীবাহী রিক্সার গতিরোধ করে। তখন তারা পাঁকা টমেটু হাতে নিয়ে নিক্ষেপ করার চেষ্টা করে। বিষয়টি দূর থেকে দেখে অনেকই ককটেল আতঙ্ক বিরাজ করে। মূলতঃ এগুলো ছিল লাল রঙের পাকা টমেটু।
অপরদিকে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা শহরের বাসস্টেশন এলাকায় অবরোধের সমর্থনে মিছিল ও পিকেটিং করেছে। জেলা বিএনপির সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল, যুগ্ম সম্পাদক শাহ নেওয়াজ খান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডঃ জাহাঙ্গীর খান, সদস্য সচিব হযরত আলী বেপারী, শহর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেরাজ চৌকদার, স্বেচ্ছাসেবক দল নেতা খোকন মিয়াজী, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক এনায়েত উল্যাহ খোকন, সাংগঠনিক সম্পাদক জাফর আহমেদ জিতু, জেলা তরুণ দলের সাধারণ সম্পাদক ছোটন বেপারীসহ অঙ্গ-সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা এই স্থানে অবরোধের সমর্থনে মিছিল করে।
শিরোনাম:
রবিবার , ২৬ জানুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১৩ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।