স্টাফ রিপোর্টার
চাঁদপুরে ১৮ দলীয় জোটের ডাকা অবরোধ চলাকালীন সময়ে দেশব্যাপী পুলিশ ও আওয়ামী লীগের সন্ত্রাসীদের হাতে নিহত জোটের নেতাকর্মীদের গায়েবি জানাজা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বাদ জুম্মা চাঁদপুর জেলা বিএনপি’র দলীয় কার্যালয়ের সামনে গায়েবি জানাজা অনুষ্ঠিত হয়। গায়েবি জানাজায় ইমামতি করেন চাঁদপুর জেলা ১৮ দলীয় জোটের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জেলা জামায়েতে ইসলামের আমির এ.এইচ. আহম্মদ উল্যাহ মিয়া। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সহ-সভাপতি এ্যাডঃ সলিমুল্লাহ সেলিম, জেলা জামায়েত ইসলামের নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা আব্দুর রহিম, জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক দেওয়ান শফিকুজ্জামান, জেলা জামায়েত ইসলামের সেক্রেটারী বিল্লাল হোসেন মিয়াজী, জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক আক্তার হোসেন মাঝি, মাহমুদ হোসেন মোল্লা, এ্যাডঃ মিজানুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান গাজী, সদর থানা বিএনপি’র সহ-সভাপতি এ্যাডঃ শামছুল ইসলাম মন্টু, সদর থানা জামায়েত ইসলামের আমির জাহাঙ্গীর আলম প্রধান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আফজাল হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি মানিকুর রহমান মানিক, শহর যুবদলের আহ্বায়ক কাদের বেপারী, যুগ্ম আহ্বায়ক শাহনুর বেপারী শানু, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহম্মেদ বাহার, শহর ছাত্র শিবিরের সভাপতি মোস্তফা কাউসার সহ ১৮ দলীয় জোটের নেতৃবৃন্দ। জানাজা শেষে মরহুমদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়।