শওকত আলী ॥
চাঁদপুর সদর উপজেলার ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয়ের ২ সহদরবোন স্কুল ছাত্রীকে ইভটিজিং করেছে স্থানীয় চেয়ারম্যানের ভাতিজা তামিম। বিষয়টি প্রশাসনকে না জানিয়ে ধামাচাপা দেয়ার জন্য একটি চক্র উঠে পড়ে লেগেছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহুল আমিন হাওলাদার জানান, সোমবার বিকেলে বিদ্যালয় ছুটির পর ওই দুই ছাত্রী বাড়িতে যাচ্ছিল। পথি মধ্যে ৯নং বালিয়া ইউনিয়নের চেয়ারম্যান হাফিজুর রহমান ঢালীর ভাতিজা তামিম (২২) তার এক বন্ধুসহ ওই দুই ছাত্রীকে যৌন হয়রানিমূলক কথাবার্ত বলে উত্ত্যেক্ত করে। এর মধ্যে একজন প্রতিবাদ করলে তামিম দুইজনকে প্রকাশ্যে সব লোকজনের সামনে চর থাপ্পর মারে। পরে তারা দুইজন বাড়িতে গিয়ে তাদের অভিভাবকদের জানায়।এ বিষয়ে দুই ছাত্রীর পিতা শাহ আলম পাটওয়ারী প্রধান শিক্ষকের নিকট লিখিত অভিযোগ করেছেন। বিদ্যালয় শিক্ষক সফিক উল্যাহ পাটওয়ারী জানান, বিষয়টি আমরা নিজেরাই বসে সমাধান করবো। বখাটে তামিমের চাচা ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান ঢালীর কাছে এ বিষয়ে জানতে তিনি ব্যস্ত আছেন পরে কথা বলবেন বলে জানান।
শিরোনাম:
মঙ্গলবার , ১১ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২৯ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।