দেলোয়ার হোসাইন,
২০ দলের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চাঁদপুরে শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। হরতালে দুরপাল্লার কোন যানবাহন চলেনি। অফিস ব্যাংক, বীমায় উপস্থিতি খুব কম ছিল। হরতালে ২০ দলের নেতা-কর্মীরা শহরের বিভিন্ন পর্যায়ে পিকেটিং ও মিছিল করে। পরে বিএনপির কার্যালয় থেকে হরতালের সমর্থনে ২০ দলের নেতা-কর্মীরা বিরাট মিছিল শহর প্রদক্ষিণ করে। মিছিলে নেতৃত্ব দেন জেলা বিএনপির সেক্রেটারী শেখ ফরিদ আহমদ মানিক, চাঁদপুর শহর জামায়াতের সেক্রেটারী মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী, জেলার সকল থানায় ২০ দলের নেতা-কর্মীরা হরতালের সমর্থনে মিছিল করেছে। এদিকে চাঁদপুর জজকোর্ট প্রাঙ্গনে হরতালের সমর্থনে ২০দলের আইনজীবিরা মিছিল করেছে। নেতৃত্ব দিয়েছে জেলা বারের সভাপতি এডভোকেট কামরুল ইসলাম, আইনজীবী ফোরামের সভাপতি এডভোকেট কামাল উদ্দিন আহমদ, সাবেক জি.পি এডভোকেট শেখ ছালেহ প্রমুখ। বার কাউন্সিলের আহ্বানে সারাদেশের ন্যায় চাঁদপুরেও আইনজীবীরা সংবিধানের ষোড়শ সংশোধনীর প্রতিবাদে আদালত বর্জনের কর্মসূচি পালন করে। এদিকে সকাল-সন্ধ্যা হরতাল সফল করায় চাঁদপুরবাসীকে ২০দলের নেতৃবৃন্দ অভিনন্দন জানিয়েছেন।
শিরোনাম:
বুধবার , ১৮ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ৩ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
চাঁদপুর নিউজ সংবাদ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।