স্টাফ রিপোর্টার:॥
চাঁদপুরে স্থগিত হওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ২৭ই জুলাই তারিখে সম্পূর্ন হবে। নির্বাচন কমিশন সূত্র বিষয়টি নিশ্চিত করে জানা গেছে। চাঁদপুর সকল উপজেলা পরিষদ গুলোতে প্রর্যায়ক্রমে ৬র্থ দাফায় নির্বাচন সম্পূর্ন হয়েছে।
শুধূমাত্র চাঁদপুর সদরের ১০নং লক্ষীপুর মডেল, ৯ নং বালিয়া ইউনিয়ন, মতলব দক্ষীনে ৪নং নারায়নপুর, ৩ নং খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থাগিত রয়েছে। সে সব ইউনিয়নগুলোতে আগামি ২৭ই জুলাই নির্বাচন সম্পূর্ন হবে বলে জানা গেছে। নির্বাচনকে ঘিরে এখোনি প্রার্থীরা তাদের প্রচার প্রচারনা শুরু করেছে। নিদ্ধারিত সময়ে স্থাগিত হওয়া ইউপি নির্বাচন সম্পূর্ন হবে বলে নির্বচন কমিশন জানিয়েছেন।