স্টাফ রিপোর্টার:
চাঁদপুর মাদ্রাসাঘাট লঞ্চ ঘাট থেকে জান্নাতুল ফেরদৌস শান্তা (১৪) নামে নবম শ্রেনীর স্কুল ছাত্রীকে অপহরণ করার সময় ২ অপহরনকারীকে আটক করেছে পুলিশ। শরীয়তপুর নিয়ে যাওয়ার সময় চাঁদপুর লঞ্চঘাটে তৌহিদুল ইসলাম (২২) ও রিয়াহদ হোসেন (১৯) কে আটক করেছে চাঁদপুর মডেল থানা পুলিশ। সোমবার (২৩ নভেম্বর ) দিনগত রাত পৌনে ১২টায় মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ওমর ফারুক শান্তাকে উদ্ধার ও অপরহনকরীদের আটক করে থানায় নিয়ে আসে।
অপহৃতার বাবা দুলাল বেপারী বাদী হয়ে হাজিগঞ্জ থানায় মামলা দায়ের করলে মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে অপহরণকারী ও অপহৃতাকে চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়। জানা যায়,শান্তা হাজীগঞ্জ উপজেলার বানিয়া কান্দি গ্রামের ব্যবসায়ী দুলাল বেপারীর মেয়ে। সে স্থানীয় রামপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্রী। অপহরণকারী তৌহিদুল ইসলাম একই এলাকার রামপুর বেপারী বাড়ীর শাহজাহান বেপারীর ছেলে এবং রিয়াদ আঃ খালেকের ছেলে।
উপ-পরিদর্শক (এসআই) ওমর ফারুক জানান, সোমবার রাত ৮টায় স্কুল ছাত্রী শান্তা প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাহিরে গেলে অপহরণের উদ্দেশ্যে পূর্ব থেকে উৎপেতে থাকা তৌহিদ ও রিয়াদ শান্তার মুখে চাপা দিয়ে বাড়ির পাশের ডোবা পার করে রামপুর সড়কে নিয়ে আসে। চিৎকার করলে এসিড দিয়ে জ¦ালিয়ে দিবে বললে শান্তাকে হুমকি দিলে সে আর চিৎকার করেনি। পরে সিএনজি অটোরিকশা যোগে রাত ১২টার দিকে চাঁদপুর নৌ-টার্মিনালে নিয়ে আসে। এ সময় রিয়াদ শরীয়পুর যাওয়ার জন্য ট্রলার ঠিক করছিলো এবং তৌহিদ ও শান্তা দাঁড়িয়েছিলো। পুলিশের সন্দেহে হলে তাদেরকে আটক করে।
অপহরণকারী তৌহিদ জানায়, সে ঢাকায় একটি গার্মেন্টেস এ কাজ করে। অপহৃতাকে নিয়ে শরীয়তপুর কামাল নামে তার এক বন্ধুর বাড়িতে যাওয়ার জন্য ট্রলার ঠিক করছিলো।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ জানান, অপহরণকারী ২জনকে সন্দেহ হলে আটক করা হয় এবং অপহৃতা মেয়েটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। রাত দেড়টায় হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আঃ মান্নান এদের ৩জনকে হাজীগঞ্জ থানায় নিয়ে যায়।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ্ আলম জানান, মেয়েটি নিখোঁজ হওয়ার পর রাতেই পিতা দুলাল বেপারী থানায় একটি সাধারণ ডায়েরী করে। পরে রাতে অপহরণকারী আটক ও মেয়েটি উদ্ধার হলে থানা হেফাজতে থাকে। অপহরণকারীদের বিরুদ্ধে মামলা হয়েছে। (মামলা নং-২৫/২০১৫) আজ দুপুরে ৩জনকেই তাদেরকে আদালতে প্রেরণ করা হবে।