চাঁদপুরে মডেল থানার পুলিশ ৫ কেজি গাজাঁসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার করতে সক্ষম হয়েছে। এ মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন,চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক সালেহ উদ্দিনসহ সঙ্গীয় অফিসার ও পুলিশ ফোর্স।
মাদক কারবারীদেরকে শুক্রবার রাতে পুলিশ আদালতে পাঠালে আদালত তাদের জামিন নামঞ্জুর করে তাদেরকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
মাদক ব্যবসায়ীরা হলো, মোঃ স্বপন (২৬) ও মোঃ মাহবুব আলম জনি (৩৫)। এদের মধ্যে স্বপনের বাড়ী কুমিল্লা জেলার মোহাম্মদপুর,(মোরশেদ মাষ্টারের বাড়ী) ও মাহবুব আলম জনির বাড়ী যশপুর, (কামাল উদ্দিন সুবেদারের বাড়ী)।
চাঁদপুর মডেল থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শুক্রবার(২১ অক্টোবর) বিকেলে চাঁদপুর সদর উপজেলার চাঁদপুর সদর মডেল থানাধীন ১৩নং হানারচর ইউপিস্থ ৩নং ওয়ার্ডস্থ উত্তর গোবিন্দিয়া এলাকার হরিনা ঘাটের পূর্ব পাশে অভিযান চালায়।
এ সময় যাত্রী ছাউনির সামনে রাস্তার উপর হতে মাদক ব্যবসায়ী মোঃ স্বপন, পিতা- খোরশেদ আলম, মাতা- মাফিয়া বেগম ও মোঃ মাহবুব আলম জনি, পিতা- মোঃ ফজলুল হক প্রকাশ ফজল আহম্মদ, মাতা- ফিরোজা বেগমকে ৫ কেজি গাজাসহ হাতে নাতে গ্রেফতার করে মডেল থানায় নিয়ে আসে। এ বিষয়ে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে চাঁদপুর মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
এ ব্যাপারে মডেল অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রশিদ জানান,২ মাদক ব্যবসায়ীর বিরুদ্বে মামলা হয়েছে। তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।