শাহরিয়ার খাঁন কৌশিক ॥
চাঁদপুরে মেঘনায় জাটকা নিধন বিরোধী অভিযানে ৫০ হাজার মিটার কারেন্ট জাল, ২ মন জাটকাসহ ৩০ জেলেকে নৌ-পুলিশ। আটকৃত ২৮ জেলেকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা আদায় করা হয়েছে। সোমবার রাত ৮টা থেকে মঙ্গলবার ভোড় সাড়ে ৫টা পর্যন্ত মেঘনা নদীতে নির্বাহী ম্যাজেষ্টের্ট ও নৌ পুলিশকে সাথে নিয়ে অভিযান চালিয়ে ৩০ জন জেলেকে আটক করে। জানা যায়, মেঘনা পদ্মা নদীতে সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে দেদারছে কারেন্ট জাল দিয়ে জাটকা ইলিশ নিধন করছে। এ সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজেষ্টেট রাসেদ মোঃ কামাল ও নৌ পুলিশসহ সাড়ে ৮ ঘন্টা নদীতে অভিযান চালিয়ে জাল, মাছসহ জেলেদের আটক করে। এদের মধ্যে রাজরাজেশ্বর ও লগ্মিমারা চর, বহরিয়া, লক্ষীপুরের জেলেদের মধ্যে ৮ জেলেকে ৩ হাজার ২০ জেলেকে ৪ হাজার টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমান আদালত। এছাড়া ২ জেলের বয়স কম হওয়ায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে। এসময় জব্দকৃত অবৈধ কারেন্ট জাল চাঁদপুর লঞ্চঘাট এলাকায় পুড়িয়ে দেয়। জব্দকৃত প্রায় ২ মন জাটকা পুলিশকে স্থানীয় এতিমখানায় বিতরনের জন্য নির্বাহী ম্যাজেষ্টেট নির্দেশ প্রদান করে।