রফিকুল ইসলাম বাবু।
চাঁদপুর সদর উপজেলা কল্যানপুর ইউনিয়নের সফরমালী ভন্ড শেখা কবিরাজকে আবারো আটক করেছে ডিবি পুলিশ। জানা যায়, চাঁদপুর পুলিশ সুপার শামসুন্নাহারের নিদের্েেশ গোপন সংবাদের ভিত্তিতে আজ বুধবার দুপুরে সফরমালী ভন্ড শেখা কবিরাজের বাড়ি থেকে তল্লাশি চালিয়ে ৩০ হাজার টাকার জাল নোটসহ তার ছেলে ফারুক ও হাবিবকে আটক করেছে। শেখা কবিরাজ দীর্ঘ দিন কবিরাজের নাম করে নানা যায়গা থেকে আগত রোগীদেরে সাথে প্রতারনা করে আসছে। মহিলা রোগী আসলেই স্বামীদেরকে বাইরে যেতে বলে। পরে শেখা কবিরাজ ছোট ছোট রুমে নিয়ে বুকের উপর ক্লাসের মাধ্যমে তৈল দিয়ে মালিস করে। এই নিয়ে অনেক রোগী তাকে জুতা পিটা ও করেছে বলে এলাকাবাসী জানান। এছাড়া ভন্ড শেখা কবিরাজ আরো ও বেশ কয়েকবার ডিবি পুলিশ ও মডেল থানা পুলিশ আটক করে জেল হাজতে প্রেরণ করে এবং কয়েকবার ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আর্থিক জরিমানা আদায় করে। এবং সেখানে মোসলেখা দিয়ে আসে, সে আর এই ভন্ড কবিরাজি করবেনা বলে মোসলেখা দিয়ে আসে। শেখা কবিরাজ আটকের খবর ছড়িয়ে পড়লে এলাকায় স্বস্তি ফিরে আসে। শেখা কবিরাজ আটক হলে তাাকে বিভিন্ন ভাবে ছাড়িয়ে নিতে ততবির চালায় ওই এলাকার কয়েকজন দালাল। ডিবি পুলিশের উপ-পরিদর্শক এসআই ইসমাইল খন্দকার জানান, ৩০ হাজার টাকা আটক জাল টাকার বিষয়ে আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।