স্টাফ রিপোর্টার:
: চাঁদপুর সদর উপজেলা বাগাদী ইউনিয়নের মুকিমপুর গ্রাম থেকে মাদকসহ আটক হওয়া ৩ মাদকসেবীর প্রত্যেককে ৬ মাস কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
রবিবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
দন্ডপ্রাপ্তরা হচ্ছেন: সদর উপজেলার বাগাদী ইউনিয়নের মুকিমপুর গ্রামের স্বপন চন্ত্র শীলের ছেলে লক্ষ্মন চন্দ্র শীল (১৩), একই গ্রামের বিল্লাল মিজির ছেলে শরীফ মিজি (২২) ও পাশ্ববর্তী তরপুরচন্ডী ইউনিয়নের দুদু বরকন্দাজের ছেলে আল-আমিন (২০)।চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রাশেদুজ্জামান জানান, শনিবার দিনগত রাতে তাদেরকে ওই গ্রামের একটি শ্বশান খোলা থেকে ১ পুড়িয়া গাজা ও ইয়াবাসহ আটক করা হয়। দুপুরে ভ্রাম্যমান আদালতে সাজা প্রদান শেষে তাদেরকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।