: চাঁদপুরের ফরিদগঞ্জ থানা পুলিশ তিন শিবিরকর্মীকে আটক করেছে। বুধবার বিকেল চারটার দিকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- উপজেলার ষোলদানা গ্রামের বাহাউদ্দিন কবির (১৮), আদশা গ্রামের ফজলে রাব্বী (১৯) এবং নওয়াপাড়া গ্রামের আনোয়ার হোসেন (১৬)।
চাঁদপুরের পুলিশ সুপার আমির জাফর শীর্ষ নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পৌর এলাকার ভাটিরগাঁও এলাকায় শিবিরের ছেলেরা মিছিল বের করার চেষ্টা চালায়। এ সময় তাদেরকে ধাওয়া করে তিন শিবিরকর্মীকে আটক করা হয়।