শওকত আলী: ‘কৈশোর তারুণ্যে বই’ এই শ্লোগানে ঢাকা থেকে আগত ১২টি প্রকাশনীর উদ্যোগে চাঁদপুরে ৪দিন ব্যাপী মেলার উদ্বোধন হয়েছে।
শনিবার (১ অক্টোবর) সকাল ১১টায় চাঁদপুর সরকারি কলেজ মিলনায়তনে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন চাঁদপুরের জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ.এস.এম. দেলওয়ার হোসেন। সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার ফারুক আহমেদ লিটনের উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন লেখক অধ্যাপক ড. মোরশেদ শফিউল হাসান, চাঁদপুর সাহিত্য একাডেমীর মহাপরিচালক কাজী শাহাদাত, লেখক জয়নাল হোসেন, লেখক ও ইতিহাসবিদ প্রকৌশলী দেলোয়ার হোসেন, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি বিএম হান্নান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আয়োজকদের অন্যতম সময় টেলিভিশনের বার্তা প্রধান তুষার আব্দুল্লাহ, এর্ডন প্রকাশনীর প্রকাশক সৈয়দ জাকির হোসেন, অনুপম প্রকাশনীর প্রকাশক মিলন কান্তি নাথ।বই মেলার আয়োজন করায় অনুভতি ব্যক্ত করেন শিক্ষার্থী ফাতেমাতুজ্জোহরা ও জাঙ্গীর হোসেন।১ অক্টোবর থেকে আগামী ৪ অক্টোবর পর্যন্ত এ বই মেলা সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মেলা স্টল গুলো খোলা থাকবে। অংশগ্রহনকারী প্রকাশনীগুলো হচ্ছে: সময় প্রকাশন, বিশ্বসাহিত্য কেন্দ্র, প্রথমা, প্রতীক প্রকাশনা সংস্থা, জাগতি প্রকাশনী, কাকলী প্রকাশনী, ইউনিভার্সিটি প্রেস লিমিটেড, অ্যার্ডন পাবলিকেশন, অনুপম প্রকাশনী, অনন্যা ও সংহতি।এসব প্রকাশনী শিক্ষার্থীদের জন্য প্রায় ৩হাজার ২শ’ বই প্রদর্শীনর ব্যবস্থা করেছেন। উদ্বোধনের পরেই শত শত শিক্ষার্থী বই দেখার জন্য ভীড় জমান। চাঁদপুরে একত্রে বিপুল পরিমানের বই নিয়ে এই প্রথম বই মেলার আয়োজন। তাই শিক্ষার্থীদের মাঝে খুবই উৎসাহ লক্ষ্য করাগেছে। বই মেলার খবর পেয়ে অনেক সাহিত্য প্রেমি উপস্থিত হয়েছেন।
এছাড়াও মেলায় প্রতিদিন শিক্ষার্থীদের অংশ গ্রহনে বই পড়ার অভিজ্ঞতা বলার প্রতিযোগিতাসহ নানা কর্মসূচীর আয়োজন রয়েছে।