প্রতিনিধি
কুমিল্লায় সঞ্চালন লাইনে ত্রুটিজনিত কারণে চাঁদপুরে জ্বালানি গ্যাস সঙ্কট তীব্র আকার ধারণ করে। হঠাৎ গ্যাস বন্ধ হয়ে যাওয়ায় সাধারণ মানুষও বিপাকে পড়ে। গতকাল আনুমানিক সন্ধ্যা ৬টা হতে গ্যাস সরবরাহ বন্ধ হয় এবং রাত ১০টা পর্যন্ত তা বন্ধ থাকে।
কোনো ধরনের পূর্ব ঘোষণা বা পূর্ব প্রস্তুতি ছাড়াই হঠাৎ গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় বাসা-বাড়ির লোকজন চরম বিপাকে পড়ে। বর্তমান সময়ে শহরের বাসা-বাড়ি কিংবা হোটেল-রেস্তোরাঁয় গ্যাসবিহীন রান্নার কথা কল্পনাই করা যায় না। এ অবস্থায় হঠাৎ গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় রান্নাও বন্ধ হয়। সংসারের কর্তা ব্যক্তিরা খাবার সংগ্রহে হোটেল-রেস্তোরাঁ পানে ছুটেছে কিন্তু সেখানেও মিলেনি না খাবার। কারণ একটাই গ্যাস বন্ধ। অগত্যা শুকনো পাউরুটি-কলা কিংবা অন্যান্য প্রক্রিয়াজাত খাবার খেয়ে রাত যাপন করেছেন সবাই। আবার অনেকে রাত ১০টার পর গ্যাস পেয়ে রান্না করে মধ্যরাতে খাবার খেয়েছেন।
এ ব্যাপারে চাঁদপুর বাখরাবাদ গ্যাস অফিসে যোগাযোগ করলে দায়িত্বরত কর্মকর্তা জানান, কুমিল্লা মেইন সঞ্চালন লাইনে হঠাৎ ত্রুটি দেখা দেয়ায় গ্যাস সরবরাহ বন্ধ করা হয়। দ্রুত ত্রুটি মেরামত করে রাত ১০টার মধ্যে গ্যাস সরবরাহের চেষ্টা করা হবে।