রফিকুল ইসলাম বাবু ঃ
প্রধানমন্ত্রী কার্যালয়ের মহাপরিচালক ও একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রগ্রাম প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার গতকাল রাতে চাাঁদপুর স্টেডিয়াম প্যাভিলিয়নে ৪দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার সমাপনি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কার্যালয়ের মহাপরিচালক ও একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রগ্রাম প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার প্রধান অতিথির বক্তব্য রাখেন।
চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুস সবুর মন্ডলরের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার শামসুন্নাহার, জেলা আওয়ামীলীগ সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, সাধরণ সম্পাদক আবু নঈম পটোয়ারী দুলাল, চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি বিএম হান্নান। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও মেলা উদযাপন কমিটির আহ্বায়ক মুহাম্মদ লুৎফর রহমান। নির্বাহী ম্যাজিষ্ট্রেট পারজানা আলম ও জেলা কালচারাল অভিসার আবু সালেহ মোহাম্মদ আব্দুল্লাহর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এএসএম দেলওয়ার হোসেন, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর এম এম মতিন মিয়া, চাঁদপুর ক্লাবের সাধারন সম্পাদক সোহেল রুসদী,সস্বাধীনতা পদক প্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন্নাহার, চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডষ্ট্রির সভাপতি সুভাষ চন্দ্র রায়, পুরাণবাজার কলেজের অধ্যক্ষ অধ্যাপক দেলোয়ার আহমেদ, প্রেস ক্লাবের সাবেক সভাপতি ইকরাম চৌধুরী, গোলাম কিবরিয়া জীবন, জেলা ক্রীড়া সংস্থার সভাপতি গোলাম মোস্তফা বাবু প্রমুখ। পরে মেলায় অংশ নেয়া স্টলগুলোর মধ্যে ৮টি ক্যটাগরিতে শ্রেষ্ট উদ্ধোগতা ও শ্রেষ্ট স্টলকে পুরস্কার তুলে দেয়া হয়। সব শেষে মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।