চাঁদপুর নিউজ ডেস্ক =
আসন্ন ১০ম জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশের প্রাচীন রাজনৈতিক দল ও স্বাধীনতার নেতৃত্বদানকারী রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রিয় কমিটি কর্তৃক দেশের ৩শ’ আসনের মনোনয়ন প্রত্যাশিদের ফরম সংগ্রহ করে জমা দেয়ার তারিখ ঘোষণা করে। সে লক্ষে চাঁদপুর জেলার ৫টি আসনের গত ৪ দিনে ১৭জন মনোনয়ন প্রত্যাশি এ ফরম সংগ্রহ করেন। ঢাকার বঙ্গবন্ধু এভিনিউস্থ বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয় থেকে এ ফরম মনোময়ন প্রত্যাশীরা সংগ্রহ করছেন। এরা হচ্ছেন ঃ চাঁদপুর-১ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য বর্তমান এমপি ও স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দিন খান আলমগীর ও মহানগর দক্ষিণ ছাত্রলীগ নেতা মহিব উল্যাহ মাহী, চাঁদপুর-২ আসনে বর্তমান এমপি এয়ার ভাইস মার্শাল (অবঃ) রফিকুল ইসলাম, চাঁদপুর-৩ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক বর্তমান এমপি ও পররাষ্ট্রমন্ত্রী ডাঃ দীপু মনি, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য সুজিত রায় নন্দী, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক এবং আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ কমিটির সহ-সম্পাদক জাকির হোসেন মারুফ এবং আওয়ামী লীগ নেত্রী জুথী আক্তার, চাঁদপুর-৪ আসনে গতবারের বিজিত প্রার্থী বিশিষ্ট সাংবাদিক শফিকুর রহমান, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া, সাবেক ছাত্রনেতা ও ঢাকা বারের অতিরিক্ত পিপি অ্যাডঃ নূর হোসেন বলাই, ফরিদগঞ্জের প্রবীন আওয়ামী লীগ নেতা আব্দুল বারেক মিয়াজী, আওয়ামী লীগ নেতা আবুল কাশেম কণ্ট্রাক্টর, আমির আজম রেজা, যুবলীগ কেন্দ্রীয় নেতা মঈনুদ্দিন খোকা, চাঁদপুর জেলা বিএমএ-এর সভাপতি ও জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ হারুন অর রশিদ সাগর ও চাঁদপুর-৫ আসনে বর্তমান এমপি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম, মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালের ডেপুটি এটর্নি জেনারেল, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক ও জেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়িকা অ্যাডঃ নূরজাহান বেগম মুক্তা। –
শিরোনাম:
শনিবার , ৮ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২৬ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।