নিজস্ব প্রতিবেদক
: চাঁদপুরের ৫টি আসনে জাতীয় পার্টির প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে।
সারা দেশের ২৯৯টি আসনে জাতীয় পার্টির প্রার্থীদের নাম গতকাল ঘোষণা করা হয়।
এতে চাঁদপুর-১ আসনে জাতীয় পার্টির দলীয়র মনোনয়ন পেয়েছেন অধ্যাপক ডা: শহীদুল ইসলাম,
চাঁদপুর-২ আসনে জাতীয় পার্টির মনোনয়ন পেয়েছেন এমরান হোসেন মিয়া,
চাঁদপুর -৩ আসনে দলীয় মনোনয় এস এম এম আলম,
চাঁদপুর-৪ আসনে মাইনুল ইসলাম মানু,
চাঁদপুর- ৫ আসনে খোরশেদ আলশ খুশু।
এই ৫ প্রার্থীর মধ্যে মধ্যে দুই প্রাথী মাইনুল ইসলাম মানু ও খোরশেদ আলম খুশুকে চিনেন না দলের স্থানীয় নেতা-কর্মীরা। এমনকি এই দুই প্রার্থীর ব্যাপারে বিস্তারিত কিছুই জানেন না চাঁদপুর জেলা জাতীয় পার্টির শীর্ষ নেতারা। জেলা জাতীয়পার্টির সাংগঠনিক কার্যক্রমেও এই দুই প্রার্থীকে কখনো দেখা যায়নি।
চাঁদপুর জেলা জাতীয়পার্টির সভাপতি নুরুল হক বাচ্চু মিয়াজীর কাছে এই দুই প্রার্থীর ব্যাপারে বিস্তারিত জানতে চাইলে তিনি সময় চেয়ে বলেন, আমার খোঁজ খবর নিতে হবে। আমি নাম শুনেছি তবে দেখিনি মনে হয়। এ সময় তিনি উপজেলা জাতীয়পার্টির কয়েকজন নেতাকে ফোন করে এই দুই প্রার্থীর ব্যাপারে বিস্তারিত কিছু জানাতে পারেননি।
এ ব্যাপারে জেলা জাতীয় পার্টির সাধরন সম্পাদক মিজানুর রহমান খান বলেন, মাইনুল ইসলাম মানু এক সময় কেন্দ্রীয় ছাত্রসমাজের নেতা ছিলো। আর খোরশেদ আলশ খুশু ঢাকা মহানগর জাতীয়পার্টির রাজনীতির সাথে সম্পৃক্ত। তিনি বলেন, এই দুই জনকে ব্যক্তিগতভাবে আমি চিনলেও দলের কর্মীরাতো দূরে থাক অনেক নেতারাই চিনেন না।
জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারন সম্পাদক শফিউল আলম শাহজাহান বলেন, এই দুই জনের সাথে টেলিফোনে আলাপচারিতা ছিলো অনেক আগে। কিন্তু এলাকায় তারা নেতা কর্মী সমর্থকদের কাছে পরিচিত মুখ নয়।
চাঁদপুর- ৪ ফরিদগঞ্জ এবং চাঁদপুর-৫ হাজিগঞ্জ ও শাহরাস্তি উপজেলা জাতীয় পার্টির একাধিক নেতার সাথে কথা বলেও এই দুই প্রার্থীর ব্যাপারে বিস্তারিত তেমন কিছুই জানা সম্ভব হয়নি। দু এক জন তাদের ব্যাপারে কিংবা নাম পদ পদবী বলতে পারলেও তাদের দেখেছেন এমন নেতা খুজে পাওয়া দুস্কর।