রফিকুল ইসলাম বাবু ॥
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ায় চাঁদপুরে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে চাঁদপুর স্টেডিয়াম থেকে আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এসে শেষ হয়। এর আগে চাঁদপুর স্টেডিয়ামে অস্থায়ীভাবে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। শোভাযাত্রায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, পেশাজীবী, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ নানা পেশা-শ্রেণীর লোকজন অংশগ্রহণ করে।