স্টাফ রিপোর্টার:
জেলার হাজীগঞ্জ উপজেলার সাত জুয়াড়ি ও এক মাদকসেবিকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। বুধবার দুপুরে হাজীগঞ্জে উপজেলা পরিষদ কমপ্লেক্সে এ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. মুর্শিদুল ইসলাম।
সাজা প্রাপ্তদের মধ্যে ৭ জুয়াড়িকে একমাস করে ও মাদকসেবিকে ১ বছর কারাদন্ড দেয়া হয়। এরা হলেন, আবু জাফর প্রধানিয়া (৫৫) মোঃ সুমন (২৪) মাসুদ খান (৩৫) লোকমান হোসেন (৫৫) মোঃ মাসুদ (৪৫) শাহ আলম (৪৫) ও মোঃ জামাল (৩৬)। তাদের বাড়ি হাজীগঞ্জ উপজেলার বাকিলা ইউনিয়নের বিভিন্ন এলাকায়।
পুলিশ জানান, ৭ জুয়াড়িকে জুয়া খেলা অবস্থায় সাকছিপাড়া এলাকা থেকে মঙ্গলবার রাতে আটক করা হয়। আর মনিনাগ এলাকা থেকে মাদকসেবিকে ফাহাদ (২৫) কে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহ আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, সাজাপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে।
শিরোনাম:
মঙ্গলবার , ১০ ডিসেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২৬ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।