স্টাফ রিপোর্টার ॥ চাঁদপুর শহরের জিটি রোড (দঃ) চেয়ারম্যান ঘাটা চাঁদপুর আইডিয়েল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গনে অত্যন্ত মনোরম পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরজমিন হাসপাতাল এ- ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান, দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক রোটারিয়ান মো. রোকনুজ্জামান রোকন।
তিনি বক্তব্যে বলেন, চাঁদপুর আইডিয়েল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন দেখে মনে হয়েছে বিদ্যালয়টি একটি মান সম্মত। ২০০৪ সাল থেকে প্রতিষ্ঠিত এ বিদ্যালয় এই এলাকায় শিুশু শিক্ষায় অবদান রাখছেন। বিদ্যালয় কর্তৃপক্ষ ও শিক্ষকদের আন্তরিকতার কারণে এই এলাকার মানুষ তাদের সন্তানদেরকে পড়ার জন্য নিয়ে আসছেন। আমি মনে করে কর্তৃপক্ষের এই প্রচেষ্টা অব্যাহত থাকলে এটি এক সময় স্কুল নয়, কলেজে পরিণত হবে।
তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, কোমলমতি শিশুদের শিক্ষা গ্রহনের এটিই উত্তম সময়। এ সময় তাদেরকে যা শিখানো হবে, তাই শিখবে। বড়দের সম্মান করা, বিদ্যালয় আসা-যাওয়ার পথে সকলকে সালাম দেয়া। এই ধরনের শিক্ষা এখন থেকেই তাদেরকে দিতে হবে। এ ক্ষেত্রে অভিভাবকদেরও ভূমিকা থাকবে। শিশুরা পিতা-মাতার কাছে বেশী সময় থাকে। তাই তাদেরকে একাডেমিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষাও দিতে হবে।
আমি বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে জানতে পেরেছি, এই বিদ্যালয়ের শিক্ষকরা শুধুমাত্র সম্মানির জন্য চাকুরী করেন তা নয়, তারা এই পেশাকে মহান হিসেবে সেবা দিয়ে আসছেন। তাই এই বিদ্যালয় থেকে অবশ্যই শিশুরা ভালো শিক্ষা গ্রহন করতে পারবে বলে আমার দৃঢ় বিশ্বাস।
তিনি আরো বলেন, বিদ্যালয়টি যে স্থানে দেয়া হয়েছে, এখানে অনেক সরকারি চাকুরীজীবীরা বসবাস করেন। এ কারনে তাদের ছেলে-মেয়েরাই এখানে পড়া-লেখা করছেন। সকলের আন্তরিক সহযোগিতা থাকলে বিদ্যালয়টি অবকাঠামোগত সমস্যা আর থাকবে না। এ ক্ষেত্রে আমার পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা থাকবে। আমি ছোট বেলা থেকেই মানুষের সেবা করার জন্য চেষ্টা ছিলো। এখন নিজেই বাগাদী চৌরাস্তা মোড়ে একটি হাসপাতাল প্রতিষ্ঠার মাধ্যমে গরীব ও সুবিধা বঞ্চিত মানুষের সেবা দেয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি। আসুন আমরা সুন্দর দেশ গড়ার জন্য শিক্ষাসহ সকল ধরনের সামাজিক কাজে এগিয়ে আসি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি অহিদুর রহমান খান উৎপলের সভাপতিত্বে ও অধ্যক্ষ মো. শাহ্ পরান মজুমদার হৃদয়ের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শেখ মো. মহিউদ্দিন রাসেল, দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মুহাম্মদ মাসুদ আলম, ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমান দর্জি, শিক্ষানুরাগী ও সমাজ সেবক মো. শাহজাহান পাঠান, যুবলীগ নেতা ফারুক ভুঁইয়া। অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সদর উপজেলা সমবায় কর্মকর্তা মো. ফারুক আলম। আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন সমাজসেবক ও চিকিৎসক মো. শেখ মহসীন, বিশিষ্ট ক্রীড়া সংগঠক মো. ফজলুল হক ভুঁইয়া। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের পরিচালক মো.আইয়ুব খান। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন বিদ্যালয়ের আরবি শিক্ষক মো. আবু নাঈম।
বক্তব্য শেষে বিদ্যালয়ে অধ্যয়নরত ও প্রাক্তন শিক্ষার্থীরা মনোজ্ঞ নৃত্য পরিবেশন করেন। সবশেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার ৩৭ ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ। অনুষ্ঠানে এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ, অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।