চাঁদপুর: চাঁদপুরের নতুন বাজারে একটি প্রাইভেট হাসপাতালে ভুল চিকিৎসায় তাছলিমা আক্তার (২৬) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছে তার স্বজনরা।
শুকবার সকালে তিনি মারা যান। তাছলিমা চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার দূর্গাপুর গ্রামের মো. ফারুক মিয়ার স্ত্রী।
পরিবারের লোকজন জানান, গলার টনসেলের ব্যথা নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় চাঁদপুর আল-আমিন হাসপাতাল প্রাইভেট লিমিটেড এ ভর্তি হয় তাছলিমা। শুক্রবার সকালে অপারেশন থিয়েটারে নিয়ে ডা. আবিদ আহমেদ চেতনাশাক ইনজেকশন পুশ করার পর তাছলিমা মৃত্যুর কোলে ঢলে পড়েন।
তাছলিমার স্বামী মো. ফারুক মিয়া অভিযোগ করে বলেন, অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয় সকাল ৭টার দিকে। ইনজেকশান পুশ করার সঙ্গে সঙ্গে সে মারা যায়। কিন্তু ডা. আমাদের এ ব্যাপারে কিছুই জানাননি। অথচ ৩ ঘণ্টা পর সকাল ১০টার দিকে আমাদের জানানো হয় রোগী মারা গেছে।
দায়িত্বরত চিকিৎসক আবিদ আহমেদ মৃত্যুর কথা স্বীকার করে বলেন, এ সময় আমাদের কিছুই করার ছিল না। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি।