রফিকুল ইসলাম বাবু ।
সামনে ঈদ তাই ব্যস্ত সময় পার করছে মেঘনার দূর্ঘম চর চাঁদপুরের হাইমচরের ঈশানবালা গ্রামের কারুচুপি শিল্পের কারিগররা । দিন রাত খেটে তৈরী করছে শাড়ি, ওড়না,লেহেঙ্গাসহ নারীদের বাহারী পোষাক । এই কাজ করে নিজেদের সংসারে স্বচ্ছলতা আনতে পেরেছে গ্রামের প্রায় কয়েক’শ পরিবার । জরজেট, নেট, কাতান ও সিমার কাপড়ে হাতের তৈরী নকশার উপর চলমা,বলিয়ম,রিং,পাথর ও চুমকির বাহারী সাজ । দক্ষ হাতে একের পর এক তৈরী হচ্ছে বিখ্যাত বেনারোশি শাড়িসহ নানান পোষাক । ঈশানবালা গ্রামের যেখানেই চোখ যায় একই দৃশ্য । একেকটি শাড়ি বা লেহেঙ্গা তৈরী করতে খরচ পড়ছে ১৫ থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত । তৈরী করা শাড়ি ও লেহেঙ্গা চলে যাচ্ছে দেশের বড় বড় সপিং সেন্টারে । যেখানে একেকটি শাড়ি বিক্রি হচ্ছে ১ লাখ টাকা পর্যন্ত । গ্রামের ছোট বড় প্রায় ২০ থেকে ২৫ টি কারখানায় কাজ করছে ৫ শতাধীক কারিগর । আর একজন কারিগর মাসে এখান থেকে আয় করছে ৫ থেকে ১০ হাজার টাকা। এদিকে ঈদ যতই ঘনিয়ে আসছে বাড়ছে তাদের ব্যস্ততা ।