মিজানুর রহমান রানা
চাঁদপুর উত্তর ইচলীতে দোকানপাট ভাংচুর ও মানুষজনের ওপর হামলা করেছে একদল দুস্কৃতিকারী। এ ঘটনায় চাঁদপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেছে ক্ষতিগ্রস্তরা।
অভিযোগসূত্রে জানা যায়, উত্তর ইচলী কাদির গাজী মার্কেটের ফুজি হার্ডওয়ার এন্ড ইলেক্ট্রনিক এ জনৈক কর্মচারী কাজ করতো। ওই প্রতিষ্ঠানের মালিক উত্তর ইচলীর মৃত ইদ্রিস বেপারীর ছেলে মো. টিটু (৩৩) ওই কর্মচারীর নানা অন্যায় দেখে তাকে শাসন করলে তার ভাই উত্তর ইচলী বেপারী বাড়ির মৃত মোহাম্মদ বেপারী ছেলে সোহেল (২০) বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করে টিটুকে চড়-থাপ্পড় মারে। পরে এ নিয়ে ওই মার্কেটে সালিশ বসে বিষয়টি মিমাংসার আশ্বাস দেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। কিন্তু সন্ত্রাসী প্রকৃতির সোহেল তাতে কর্ণপাত না করে সঙ্গীয় ১০/১২জন নিয়ে গতকাল রোববার দুপুর সাড়ে ১২টায় কাদির গাজী মার্কেটের ফুজি হার্ডওয়ার এন্ড ইলেক্ট্রনিক এ হামলা চালিয়ে মো. টিটু ও তার প্রতিষ্ঠানের কর্মচারী এমরান (২৫), মো. উজ্জ্বল (১২)কে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে আঘাত করে মারাত্মক জখম করে এবং ফুজি হার্ডওয়ার এন্ড ইলেক্ট্রনিক-এ কুপিয়ে ফ্রিজসহ আসবাবপত্র ক্ষতিগ্রস্ত করে যাবার সময় একটি ডিপ মেশিন, গ্রান্ডিং মেশিন, ¯েপ্র গান ও ৫টি হাতুড়ি লুট করে নিয়ে যায়।
পরে তারা দুপুর ১টার দিকে সোহেলের নেতৃত্বে আরো লোকজনসহ উত্তর ইচলীর ফজলুল হক গাজীর ছেলে মো. লিটন গাজীর দোকানেও হামলা চালায়। এ সময় তারা হামলা চালিয়ে লিটন গাজীর দোকানের জিনিসপত্র তছনছ করে এবং তার দোকানের ক্যাশে রাখা নগদ ৬০ হাজার টাকা, একটি টিভি ও দোকানের নানা মালামাল লুটপাট করে নিয়ে যায় এবং যাবার সময় লিটন গাজী ও তার ক’জন আত্মীয়স্বজনকে কুপিয়ে মারাত্মক আহত করে।
বিষয়টি চাঁদপুর মডেল থানায় জানালে থানার এসআই মানিক সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে এ ব্যাপারে চাঁদপুর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়।
শিরোনাম:
শনিবার , ২৬ এপ্রিল, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১৩ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।