স্টাফ রিপোর্টার: ॥ চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে এসবি খাল থেকে ভাসমান অবস্থায় বৃহস্পতিবার (২৮ জুলাই) বিকেল ৫টায় নবজাতকের লাশ উদ্ধার করেছেন স্থানীয়রা।
ভাটার সময় খাল দিয়ে লাশ যাওয়ার সময় ময়লার সাথে আটকে যায়। নবাজাতকটি ছেলে হলেও তার কোনো পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী কয়েকজন জানায়, ‘পলিথিন মোড়ানো প্যাকেট দেখে আমাদের সন্দেহ হয়, পরে টোকাইদের সহায়তায় এটি খাল থেকে উঠিয়ে আনা হয়। সাথে একটি কামরুন্নাহার নামে একটি প্রেসক্রিপশন পাওয়া গেছে। তবে সেটি ভিজে অনেকটা নষ্ট হয়ে যাওয়ায় চিকিৎসক ও হাসপাতালের নাম সংগ্রহ করা যায়নি।’
স্থানীয়রা পরে নবজাতককে পুলিশের কাছে হস্তান্তর করেন।