ভ্রাম্যমান প্রতিনিধি =
১৮ দলীয় জোটের ডাকা ৮৪ ঘন্টা হরতালের প্রথম দিনে চাঁদপুর ওয়াপদা গেইট এলাকায় হরতাল সমর্থনে মিছিল ও সড়ক অবরোধ করা হয়। গতকাল রোববার সকাল ৬টায় ১৪নং ওয়ার্ড বিএনপি সভাপতি আলম খানের নেতৃত্বে একটি বিশাল মিছিল চাঁদপুর-কুমিল্ল¬া মহাসড়কের পুলিশ লাইন থেকে শুরু করে ওয়্যারলেছ হয়ে ওয়াপদা গেইটে এসে অবস্থান করে। বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ সময় ওয়াপদা গেইট এলাকায় রাস্তায় বসে সড়ক অবরোধ করে রাখে। এ সময় উপস্থিত ছিলেন, ১৪নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আলফাজ উদ্দিন, বিএনপি নেতা সাজু, শাহজাহান, খোরশেদ আলম, মিজান খান, ১৪নং ওযার্ড যুবদলের আহ্বায়ক মির্জা কলিম সহ বিএনপি সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বলেন, নির্দলীয় তত্বাবধায়ক সরকারের দাবি আদায় ১৮ দলীয় জোটের নেতাকর্মীদের হত্যা, গণহারে গ্রেফতার ও নির্যাতনের প্রতিবাদে বিএনপি কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ৪দিন ব্যাপী হরতালের ১ম দিনে তাদের এই অবরোধ কর্মসূচি। হরতালের ১ম দিনে পিকেটাররা টায়ারে আগুন জ্বালিয়ে পিকেটিং করতে দেখা যায়। কোন ধরনের রিক্সা ও অটোরিক্সা গাড়ি যানবাহন চলাচল এ এলাকায় চলাচল করতে দেখা যায়নি।
শিরোনাম:
শনিবার , ৮ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২৬ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।