স্টাফ রিপোর্টারঃ চাঁদপুর শহরের রেলওয়ে কোর্ট স্টেশনে হাসান( ১৮) নামে এক কলেজ ছাত্রকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করেছে কয়েক সন্ত্রাসী ছেলে। গতকাল শুক্রবার বিকাল সোয়া ৫ টার দিকে কোর্ট স্টেশনের ফ্লাটফর্মে উত্তর দিকেসন্ত্রাসী হামলার এ ঘটনা ঘটে।রক্তাক্ত জজখম অবস্থায় সহপাঠীরা হাসানকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করেন।হাসান জোড়পুকুর পাড়স্থ প্রবাসি আঃ গণি পাটওয়ারিরর ছেলে।সে আল আমিন কলেজ শাখার একাদশ প্রথম বর্ষের ছাত্র। তার ডান চোখের উপর আঘাতের এবং পিঠে দুটি ধারালো অস্রের কোপের চিহ্ন রয়েছে বলে হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা যায়।
ধারনা করা হচ্ছে,সিনিয়র জুনিয়র ও বন্ধুদের মধ্য পৃথক আড্ডা দেয়া নিয়ে দ্বন্ধের জের ধরে তার ওপর সন্ত্রাসী এ হামলা হয়েছে।
আহত হাসানের সহপাঠীরা জানায়, সরোয়ার গ্রুপের ছোট ভাই বস্তির রাব্বী ও তাঁর বন্ধুরা হাসানকে ফ্লাটফর্মে পেয়ে চাপাতি দিয়ে কুপিয়ে পালিয়ে যায়।
ছবি ক্যাপশনঃ সন্ত্রাসী হামলায় আহত কলেজ ছাত্র হাসান(১৮)।
শিরোনাম:
শুক্রবার , ৪ অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ১৯ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।