শাহরিয়ার খাঁন কৌশিক ॥
চাঁদপুর জেলা কারাগারে এক আসামীর মৃত্যু হয়েছে।৩ অক্টোবর সোমবার বিকেল সাড়ে ৪টায় ওই আসামী অচেতন হয়ে পড়লে দ্রুত কারা কর্তৃপক্ষ চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জানা যায়, মতলব উত্তর উপজেলার মাদক মামলার ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের সাজাপ্রাপ্ত দুদু মিয়ার ছেলে রফিক মেম্বার (৪২) চাঁদপুর কারাগারে হাজতবাস খাটছিলো। ঘটনার দিন বিকেলে রফিক মেম্বার কারা অভ্যন্তরে কেন্টিন থেকে চা খাওয়ার সময় হঠাৎ করে অচেতন হয়ে লুটিয়ে পড়ে। তাৎক্ষণিক কারারক্ষীরা তাদের নিজস্ব গাড়িযোগে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্যে নিয়ে আসে। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক এ কে এম নাজমুল হক রফিক মেম্বারকে মৃত ঘোষণা করেন। তিনি জানান, হাসপাতালে আনার পথেই রোগীর মৃত্যু হয়েছে। তবে কি কারণে মৃত্যু হয়েছে তা আমরা বলতে পারছি না। হাজতির মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে সিভিল সার্জন ডাঃ রথীন্দ্র নাথ মজুমদার ছুটে আসেন। তিনি সাংবাদিকদের জানান, কারা কর্তৃপক্ষ আমাকে বলেছে চা খাওয়া অবস্থায় মৃত ব্যক্তিটি অচেতন হয়ে পড়ে গিয়েছিলো। এতে করে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি, হয়তো বা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছে। তবে প্রকৃত ঘটনাটি ময়না তদন্ত শেষে জানা যাবে।
সাংবাদিকরা হাসপাতালে মৃত রফিক মেম্বারের ছবি তুলতে গেলে কারাগারের সিপাই শহীদুল ও তার সাথের লোকজন সাংবাদিকদের সাথে খারাপ আচরণ করে। পরবর্তীতে জেলার ও জেল সুপারের ব্যবহৃত মোবাইল নাম্বার ০১৭৬৯৯৭০৪১০ এবং ০১৭৬৯৯৭০৪১১ যোগাযোগ করার চেষ্টা করলে ২টি নাম্বারই বন্ধ ছিলো। হাসপাতাল কর্তৃপক্ষ লিখিতভাবে চাঁদপুর মডেল থানা পুলিশকে হাজতি মৃত্যুর বিষয়টি অবগত করলে মডেল থানা পুলিশ হাসপাতালে এসে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।