নিজস্ব প্রতিবেদক:
চাঁদপুর হরতালের তৃতীয় দিন বুধবার সকালে সদর উপজেলার ঘোষেরহাট চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়ক এলাকায় হরতাল সমর্থকরা আগুন দিয়ে জালিয়ে দিয়েছে সদর উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তার মোটর সাইকেল। একই সময় পাশের একটি স্যানিটেশন নির্মাণ সামগ্রীর দোকানও পুড়িয়ে দেয় তারা। খবর পেয়ে চাঁদপুর মডেল থানার এসআই প্রদিপ কুমারসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে সড়ক চলাচল স্বাভাবিক করে। অপরদিকে শহরের বাবুরহাট এলাকায় সাবেক এমপি জিএম ফজলুল হকের বাসায় হামলা ও ব্যানার ভাংচুর করেছে সরকার দলীয় সমর্থকরা। তারা মিছিল নিয়ে যাওয়ার সময় এ হামলা চালায়। এছাড়াও শহরে হরতালের সমর্থনে ১৮দলীয় জোট ও অঙ্গ সহযোগী সংগঠন খন্ড খন্ড মিছিল ও পিকেটিং করে। জেলার বিভিন্ন স্থানে পিকেটাররা রিক্সা, অটোবাইক ও মোটর সাইকলে ভাংচুর করে। বেলা বাড়ার সাথে সাথে শহরে ছোট খাট যানবাহন চলাচল শুরু করে। উপ-সহকারী কৃষিকর্মকর্তা মনিরুজ্জামান বলেন, তিনি তার নির্দিষ্ট ব্লক এরিয়া প্লট পরিদর্শনের জন্য মোটরসাইকেল যোগে মাঠে যাচ্ছিলেন। পথিমধ্যে হরতাল সমর্থকরা তার গতিরোধ করে মোটরসাইকেল ও মোবাইল পুড়িয়ে দেয়।
শিরোনাম:
শনিবার , ৮ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২৬ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।