চাঁদপুর-কুমিল্লা ভায়া লাকসাম এর মধ্যে চালু হতে যাচ্ছে ডেমো ট্রেন। এ উপলক্ষ্যে আনুষ্ঠানিকভাবে ১৩ সেপ্টেম্বর শুক্রবার সকালে ট্রেনের উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর, পররাষ্ট্রমন্ত্রী ডাঃ দীপু মনি ও রেলমন্ত্রী মো. মজিবুল হক। পররাষ্ট্রমন্ত্রণালয় থেকে প্রেরিত পত্র ও রেলওয়ের উর্ধ্বতন অফিস সূত্রে বিষয়টি নিশ্চিত হয়েছে। উদ্বোধনের পূর্বেই পরীক্ষামূলকভাবে গতকাল বুধবার বেলা ১২.৪৮ মিনিটে কুমিল্লা থেকে লাকসাম হয়ে চাঁদপুরে পৌঁছে ডেমো ট্রেনটি। চাঁদপুরে কিছু সময় অবস্থান শেষে বেলা আড়াইটায় পুনরায় কুমিল্লার উদ্দেশ্য চাঁদপুর থেকে ট্রেনটি ছেড়ে যায়। ইতোপূর্বে উদ্বোধন অনুষ্ঠানের প্রস্তুতি হিসেবে রেলওয়ের চট্টগ্রাম বিভাগীয় প্রকৌশলী-১ আবিদুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল চাঁদপুর রেল স্টেশন এলাকা পরিদর্শন করেছেন। এ সময় কর্মকর্তাগণ স্থানীয় রেল কর্মকর্তাদের সাথে অনুষ্ঠানের সকল প্রস্তুতি সম্পর্কে আলোচনা চূড়ান্ত করেন। রেলওয়ে সূত্রে জানাগেছে, স্বাধীনতার পর চাঁদপুর-লাকসাম রেলপথ বড় ধরনের কোন উন্নয়মূলক কাজ হয়নি। কোন রকম সংস্কার কিংবা মেরামত করেই চলছে ট্রেন। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর চাঁদপুর সদর আসনের এমপি পররাষ্ট্রমন্ত্রী ডাঃ দীপু মনির ঐকান্তিক প্রচেষ্টায় এ পথের উন্নয়ন কার্যক্রম এগিয়ে চলছে। নতুন রেল লাইন স্থাপন, স্টেশন ভবন তৈরী ও পরবর্তীতে দূর্বল ব্রিজগুলোর নির্মাণ করা হবে। এর ফলে এ রূটে চলাচলকারী ট্রেনের গতি বৃদ্ধিসহ যাত্রীদের সময় লাগব হবে। রেলবিভাগ জানিয়েছে, সরকারের যুগান্তকারী প্রদক্ষেপ হিসেবে ডেমো ট্রেনটি চালু হচ্ছে। এতে যাত্রী সাধারণ খুব কম সময়ে চাঁদপুর থেকে লাকসাম এবং কুমিল্লা যেতে পারবে। তুলনা মূলক ভাড়াও কম। উদ্বোধনী দিন প্রথমে ট্রেনটি চাঁদপুর থেকে ছেড়ে যাবে সকাল ১০টা ১০মিনিটে। চাঁদপুর থেকে লাকসাম ভাড়া ২৫টাকা, কুমিল্লা ৩৫টাকা এবং সর্বনি¤œ ভাড়া হচ্ছে ১৫টাকা।(আঃচাঃ)
শিরোনাম:
শনিবার , ১৫ মার্চ, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।