স্টাফ রিপোর্টার:
‘পলিথিন ছাড়ুন, পাটপণ্য ব্যবহার করুন’- এই শ্লোগানে চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে প্রথমবারের মতো শুরু হয়েছে মাসব্যাপী পাটপণ্য ও হস্তশিল্প মেলা। চাঁদপুর চেম্বার অব কমার্স ও ঢাকাস্থ ডেভেলপমেন্ট পেট্রোনাইজিং সোসাইটি (ডিপিএস) যৌথভাবে এই মেলার আয়োজন করেছে। গতকাল শনিবার মেলার কার্যক্রম শুরু হয়।
আয়োজক সূত্রে জানা গেছে, মেলায় মূলত পাটজাত ও হস্তশিল্প জাতীয় বিভিন্ন পণ্যের সমাহার থাকছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো-পাটের তৈরি সুদৃশ্য গৃহস্থলী সামগ্রী, শো-পিস, নিত্য ব্যবহৃত সামগ্রী, অফিস সামগ্রী, সৌখিন আইটেম ও খেলনা, মাটির তৈরি খেলনা, আসবাবপত্র, তৈজসপত্র, হাতে তৈরি আচার, হস্তশিল্পের পোশাক সামগ্রীসহ বিভিন্ন ধরনের পণ্য।
আয়োজকরা আরো জানান, চাঁদপুর জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের অনুমতিক্রমে এই মেলা শুরু হয়েছে। ১২ মে থেকে ১২ জুন পর্যন্ত মেলা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে চাঁদপুরের বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের অনুরোধে ২ জুন পর্যন্ত মেলা চলবে। অর্থাৎ রমজান শুরু হওয়ার ৫ দিন আগেই মেলা শেষ হয়ে যাচ্ছে।
আয়োজক সংগঠন ডিপিএস কর্তৃপক্ষ জানায়, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে পাট পণ্যের ব্যাপক প্রচার ও প্রসারের লক্ষ্যে দেশব্যাপী এই মেলা করে যাচ্ছেন তারা। ইতোপূর্বে তারা ঢাকার বাণিজ্য মেলা, চট্টগ্রাম, জামালপুর, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, সিলেট, যশোরসহ বেশ কয়েকটি জেলায় এই মেলা করেছেন। এর ধারাবাহিকতায় এখন চাঁদপুরে পাটপণ্য ও হস্তশিল্প মেলা হচ্ছে। পরবর্তীতে অন্যান্য জেলায় এই মেলা আয়োজনের প্রস্তুতি চলছে। পাট মন্ত্রণালয় এই মেলা আয়োজনে ডিপিএস কর্তৃপক্ষকে সহযোগিতা করে যাচ্ছে।